বহুদিন ধরেই অ্যাপেল (Apple) ইলেকট্রিক কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। সে বিষয়ে আমরা আগেই জানতে পেরেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য উঠে এসেছিল। এবার এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো অ্যাপেলের রিসেন্ট একটি নিয়োগ কে নিয়ে।
খুব শীঘ্রই আসতে চলেছে Apple Car
সম্প্রতি BMW AG-র ইলেকট্রিক কার ডিভিশনের এক সিনিয়র একজিকিউটিভ কে হায়ার করেছে Apple। যার নাম উলরিচ ক্রানজ। মনে করা হচ্ছে অভিজ্ঞ এই ব্যক্তি Apple Car তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবেন।
মাত্র এক মাস আগেই তিনি Canoo-র CEO পদ থেকে পদত্যাগ করেছেন। Canoo-ও একটি সেলফ ড্রাইভিং ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানি। Canoo তে তিনি তিরিশ বছর কর্মরত ছিলেন। যা থেকেই বোঝা যায় তার অভিজ্ঞতা। সমস্ত কিছু মিলিয়ে তাই মনে করা হচ্ছে খুব শীঘ্রই অ্যাপেল কার দেখতে পেয়ে যাব আমরা।
জেনে নিন : Facebook এর Smart Watch-এ থাকবে পাগল করে ফিচার্স, উঠে আসছে অজানা তথ্য
বাজারে ইলেকট্রিক কারের অভাব নেই এখন। আর এই জগতে ইলেকট্রিক কারের পথপ্রদর্শক টেসলা (Tesla)। ইলন মাস্কের এই কোম্পানি রীতিমতো অসাধ্য সাধন করে যাচ্ছে ইলেকট্রিক গাড়ির জগতে। সেলফ ড্রাইভিং ইলেকট্রিক কারে (Self Driving Electric Car) তাদের ধারেকাছে এখন কেউ নেই বললেই চলে। এমনকি ভারতের মতো জনবহুল দেশেও তারা এবার পদার্পন করেছে।
এবার এই ইলেকট্রিক কারের ক্রমবর্ধমান ডিমান্ড দেখে বিশ্ববিখ্যাত স্মার্টফোন কোম্পানিগুলোও তাদের নিজস্ব ইলেকট্রিক কার তৈরির ব্যাপারে যেন যুদ্ধেই নেমে পড়েছে। মাত্র কিছুদিন আগেই আমরা খবর পেয়েছিলাম Oppo তৈরি করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক কার। যার নাম তারা ঠিক করেছে OCar।
একথা অনস্বীকার্য যে Apple এর এই ইলেকট্রিক কারের প্রতি সারা বিশ্ববাসীর নজর থাকবে। সমস্ত কিছুর পর কবে Apple Car বাজারে আসে এবং সর্বোপরি এর দাম কত হয় সেদিকে নজর থাকবে সকলেরই।