Oppo তৈরি করতে চলেছে Smart Car? এই কারণে উঠছে প্রশ্ন

সমস্ত বড় বড় স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা এবার স্মার্ট কারের (Smart Car) বিজনেসে নেমে পড়েছে। এতদিন ধরে আমরা দেখছিলাম স্মার্ট কারের ইন্ডাস্ট্রিতে টেসলার (Tesla) মত গাড়িগুলোর ছিল রমরমা। এবার সেই বাজার ধরতে উঠে পড়ে লেগেছে অ্যাপেল (Apple), শাওমি (Xiaomi) মতো জনপ্রিয় কোম্পানিগুলোও। তাদের তো আমরা আগেই দেখেছিলাম। এবার সেই লিস্টে নবতম সংযোজন হল Oppo। 

Oppo তৈরি করতে চলেছে স্মার্ট কার

বিশ্ববিখ্যাত স্মার্টফোন কোম্পানিগুলো স্মার্টকার তৈরির দিকে প্রচণ্ড রকম ভাবে ঝুঁকছে। আর তা হবে নাই বা কেন? দিনের পর দিন এই স্মার্ট কার এর চাহিদা অত্যন্ত ভালো রকমভাবেই বাড়ছে।

Tesla-র ক্ষেত্রেই আমরা দেখেছি এই ঘটনা। আর সবাই তাই এই স্মার্ট কারের বাজার ধরতে উঠে পড়ে লেগেছে। মাত্র কয়েকদিন আগেই শাওমির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল শাওমি স্মার্ট কার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। অ্যাপেল তো বহুদিন ধরে স্মার্টকার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। এবার সেই দলে যোগ দিল Oppo।

জেনেনিন : Nothing এই মাসেই নিয়ে আসছে তাদের প্রথম TWS, সাথে থাকছে আরও চমক

সদ্য সদ্য এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে OCar এই ট্রেডমার্ক এর জন্য এপ্লাই করেছে Oppo। যদিও তারা এই ট্রেডমার্ক এখনো পায়নি। তবু মনে করা হচ্ছে তারা তার জন্য অপেক্ষা করে নেই। অলরেডি গাড়ি তৈরির বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে Oppo। শুরু হয়ে গেছে প্রাথমিক কার্যকলাপও। 

এই সমস্ত কিছু জানা গেলেও এখনো পর্যন্ত Oppo-র তরফ থেকে অফিশিয়ালি কোনরকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি। মনে করা হচ্ছে খুব শিগগিরই তারা এই বিষয়ে অফিশিয়ালি ঘোষণা করে দেবে। এর দাম কত হতে পারে সে বিষয়ে কোনো রকম আন্দাজ পাওয়া যায়নি। বা হিন্টসও পাওয়া যায়নি। আমাদের দেশে এই গাড়ি আসবে কিনা সে নিয়েও রয়েছে সংশয়। সমস্ত প্রশ্ন ভবিষ্যতের হাতে সমর্পণ করে আমাদের ওয়েট করতে হবে জানার জন্য।