Facebook এর Smart Watch-এ থাকবে পাগল করে ফিচার্স, উঠে আসছে অজানা তথ্য

facebook smartwatch will feature jaw dropping specifications
প্রতীকী ছবি

গত ফেব্রুয়ারি মাসেই আমরা জানিয়েছিলাম নতুন এক স্মার্টওয়াচ (Smart Watch) নিয়ে কাজ করে যাচ্ছে ফেসবুক। সেই তথ্য পাওয়া গিয়েছিল The Information এর তরফ থেকে। এই বিষয়ে আবার The Verge এর থেকে একটি তথ্য পাওয়া যাচ্ছে। যেখান থেকে আমরা জানতে পারছি এই স্মার্টওয়াচ সম্পর্কিত অনেক তথ্যই। মনে করা হচ্ছে এই স্মার্টওয়াচের দুটো ক্যামেরা থাকবে। তার সাথে থাকবে ইন্টারেস্টিং সব ফিচারস।

ফেসবুক তৈরি করতে চলেছে নতুন স্মার্টওয়াচ 

The Verge এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ফেসবুকের এই স্মার্টওয়াচের থাকবে একটি নয়, দুটি ক্যামেরা। যে ক্যামেরার হতে চলেছে 1080p রেজুলিউশনের। রয়েছে স্মার্টওয়াচের ফ্রন্ট ক্যামেরা। যার মাধ্যমে খুব সহজেই সরাসরি ভিডিও কল করা যাবে সেই স্মার্টওয়াচ থেকেই। এর মধ্যে থাকবে অটোফোকাসের সুবিধাও। ক্যামেরার সাহায্যে আপনি ছবি তুলতে পারবেন। ভিডিও রেকর্ড করতেও পারবেন।

ক্যামেরা সম্পর্কে আরও এক ইন্টারেস্টিং ফিচার উঠে আসছে। এই ক্যামেরা ডিটাচ্যাবেল (Detachable)। ক্যামেরাকে মেইন ওয়াচ থেকে ডিট্যাচ করে নিয়ে ফটো এবং ভিডিও শুট করা যাবে। যেটা হতবাক করে দিচ্ছে সকলকে। তবে সেই ক্যামেরা কেমন হতে চলেছে সে সম্পর্কে এর বেশি কিছু আর জানা যাচ্ছে না।

জেনেনিন : Infinix তৈরি করেছে 160W চার্জিং এডাপ্টার! হতবাক সকলেই

শুধু মাত্র এখানেই শেষ হচ্ছেনা এর ফিচারগুলো। এই স্মার্টওয়াচের খুব সুন্দর ভাবে ব্যবহার করা যাবে ফেসবুকের যাবতীয় অ্যাপ্লিকেশন গুলোও। তার মধ্যে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), হোয়াটসঅ্যাপ (WhatsApp) এর মত অ্যাপ্লিকেশনগুলো অন্যতম। 

এর সাথে আরও গুরুত্বপূর্ণ দুটি ফিচার থাকছে এই স্মার্টওয়াচের। থাকবে হার্টবিট মনিটরিং সিস্টেম (Heart Rate Monitoring System)। থাকতে পারে ফিটনেস ট্রাকিং সংক্রান্ত যাবতীয় মোডসও।

কেমন হতে চলেছে ফেসবুকের এই স্মার্টওয়াচ এর দাম?

The Verge থেকে পাওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে এই স্মার্টওয়াচের দাম হতে পারে 30,000 টাকা মতো। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।  

জেনেনিন : Nothing এই মাসেই নিয়ে আসছে তাদের প্রথম TWS, সাথে থাকছে আরও চমক

বর্তমানে সবথেকে বিশ্বস্ত এবং সবথেকে জনপ্রিয় স্মার্টওয়াচ গুলির মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে অ্যাপেল ওয়াচ (Apple Watch)। নিঃসন্দেহে তার মধ্যে যা সমস্ত ফিচার পাওয়া যায় তা অতুলনীয়। মনে করা হচ্ছে ফেসবুকে অ্যাপেলওয়াচ এর সাথে কম্পিটিশনে আসতে চাইছে। তারই সাথে Samsung-ও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই স্মার্টওয়াচ ইন্ডাস্ট্রিতে। নিশ্চিতভাবেই টক্কর হবে তাদের সাথেও।