Beats অ্যাপেলের সাবসিডিয়ারি একটি কোম্পানি। মনে করা হচ্ছে এবার তারা লঞ্চ করতে চলেছে তাদের ওয়ারলেস ইয়ারবাডস (Wireless Earbuds)। এর নাম Beats Studio Buds। খুব শীঘ্রই লঞ্চ করা হতে চলেছে এই ইয়ারবাডস।
শীঘ্রই আসছে Beats Studio Buds
আপকামিং Beats Studio Buds সম্পর্কে হিন্টস পাওয়া গেল রিসেন্টলিই। tvOS 14.6 iOS 14.6 এর বিটা আপডেট এই ইয়ারবাডসেরই এনিমেশন দেখেছিলাম আমরা। তারি সাথে FCC লিস্টিংয়েও এরই মতো এক প্রডাক্ট ডিজাইনকে দেখতে পাওয়া যায়। সমস্ত কিছু মিলিয়ে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে Beats Studio Buds লঞ্চ করা হবে।
জেনে নিন : শুরু হয়ে গেল Mi Music Festival 2021, কোন কোন অডিও প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট?
মনে করে হচ্ছে Beats Studio Buds লঞ্চ করতে দেরি করবে না আপেল (Apple)। জন পসর নামে এক বিখ্যাত টিপস্টারের মতে জুলাই মাসের 21 তারিখেই অ্যাপেল এর তরফ থেকে এই Beats Studio Buds সম্পর্কে ঘোষণা করা হবে। তিনি এখানেই থেমে থাকেননি। তিনি এটাও জানিয়েছেন যে অ্যাপেল একটা প্রেস রিলিজের মাধ্যমে এই Beats Studio Buds কে সকলের সামনে উন্মোচন করবে।
কেমন হতে চলেছে Beats Studio Buds?
iOS 14.6 এবং tvOS 14.6 এর বিটা আপডেটে আমরা ইতিমধ্যেই এই ইয়ার বাডসের অ্যানিমেশন দেখতে পেয়ে গেছি। সেখানে আমরা যে চার্জিং কেস দেখতে পাচ্ছি মনে করা হচ্ছে সেটা আপকামিং AirPods Pro 2 এর মতই। তার সাথে সামনের দিকে Beats এর লোগো রয়েছে। কতটা চার্জ রয়েছে সেটা বোঝার জন্য সামনে রয়েছে চার্জিং ইন্ডিকেটরও। মনে করা হচ্ছে থাকতে পারে USB Type-C চার্জিং ক্যাবল।
তবে এত লিক্স পাওয়া গেলেও অ্যাপেল এর থেকে এখনো অফিশিয়ালি Beats Studio Buds সম্পর্কে কোনো রকম ঘোষণা করা হয়নি। সমস্ত লিক্স মিলিয়ে জুলাই 21 তারিখের জন্য অপেক্ষা করে থাকবে সবাই।