Google Doodle এর মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে The Lady of the Stars কে, দেখেনিন আজকের গুগল ডুডলের গুরুত্ব

গতকালই আমরা দেখেছিলাম EURO 2020 এর শুভ সূচনা উপলক্ষে গুগল নতুন ডুডল নিয়ে এসেছিল। আর আজকের গুগল ডুডল যদি আপনি দেখেন সেটা অন্য রয়েছে। আজ মার্গারিটা হ্যাকের 99 তম জন্মদিন পালন করছে গুগল তাদের নতুন ডুডলের মাধ্যমে। 

আজকের গুগল ডুডল এর গুরুত্ব 

আজকের গুগল ডুডলে আমরা দেখতে পাচ্ছি একজন সাইন্টিস্ট। একটি ছোট্ট টুলে বসে তিনি টেলিস্কোপ নিয়ে পর্যবেক্ষণের মগ্ন হয়ে রয়েছেন। পিছনে রয়েছে গুগলের লোগো। তার মধ্যে এক গ্রহাণু 8558 কে দেখতে পাচ্ছি আমরা। 

এই বিজ্ঞানী আর কেউ নয় তিনি হলেন মার্গারিটা হ্যাক। 1922 সালে তার জন্ম। তিনি জন্মগ্রহণ করেন ইতালির ফ্লোরেন্স শহরে। পরবর্তীকালে ইউনিভারসিটিতে সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করলেও তিনি ফিজিক্সের প্রতি আকৃষ্ট হন। 

1964 সালে তিনি Trieste আসেন। স্যাটেলাইট, আস্ট্রফিজিক্সের আগ্রহের পাশাপাশি তিনি সিভিল রাইটস, এনিম্যাল প্রটেকশন নিয়েও অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে Trieste Astronomical Observatory-র প্রথম মহিলা ডিরেকটর হন। সেখানে একের পর এক অসাধ্যসাধন করে সারা পৃথিবী জুড়ে তার নাম ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ছড়িয়ে দেন Trieste Astronomical Observatory এর নাম। 

জেনে নিন : Twitter-এর বিপাকে Koo-এর লাভ, এবার নাইজেরিয়া সরকারও জয়েন করলো Koo

তার এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে নাসার (NASA) ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency) সান্মানিক মেম্বারশিপ দেওয়া হয়। তিনি মার্স এবং জুপিটারের মধ্যে থাকা গ্রহাণু 8558 হ্যাক কে আবিষ্কার করেন তিনিই। যা পরবর্তীকালে তার নামে নামকরণ করা হয়।  

সারা পৃথিবী জুড়ে মহাকাশ প্রেমীদের অনুপ্রেরণা জুগিয়েছেন হ্যাক। তার কীর্তি সারা পৃথিবীর মানুষ স্মরণ করবেন সবসময়ই। 2013 সালের 29 জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।