Infinix এর তরফ থেকে এই মাসেরই 7 তারিখে লঞ্চ করে দেওয়া হয়েছিল Infinix Note 10 Pro এবং Infinix Note 10। আজ রয়েছে এই দুটি স্মার্টফোনেই প্রথম সেল।
কোথা থেকে, কখন কেনা যাবে?
Infinix Note 10 Pro ও Infinix Note 10 স্মার্টফোন দুটি কেনা যাবে Flipkart থেকে। সেল শুরু হবে আজ দুপুরে ঠিক 12 টায়।
দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশনস
Infinix Note 10 Pro স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.95 ইঞ্চি Full HD+ Super Fluid Display। এর মধ্যে 180Hz এর Touch Sampling Rate ও 90Hz এর Refresh Rate পেয়ে যাবেন। অপরদিকে Infinix Note 10 এর মধ্যে ডিসপ্লে পাবেন Infinix Note 10 Pro-এর মতোই 6.95 ইঞ্চি Full HD+ Super Fluid ডিসপ্লে। তবে 60Hz এর Refresh Rate পাবেন।
এবার আসি এই দুটি স্মার্টফোনেরই ক্যামেরার ব্যাপারে। Infinix Note 10 Pro তে পাওয়া যাবে 64MP এর Primary ক্যামেরা। আর আছে 8 MP এর Ultra-Wide Lens, 2 MP Macro Lens এবং 2 MP Portrait Lens। Infinix Note 10 স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 48 MP এর Main Camera, 2 MP Macro Lens এবং 2 MP Portrait Lens। ব্যাকে থাকছে Quad LED Flash। পাবেন 16 MP সেলফি ক্যামেরা।
Infinix Note 10 Pro-র মধ্যে আপনি পেয়ে যাবেন Mediatek এর Helio G95 প্রসেসর। আর 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের সাথে পাবেন এই স্মার্টফোন। Infinix Note 10 তে প্রসেসর এর কথা বলতে গেলে আপনি পেয়ে যাবেন Mediatek এর Helio G85 প্রসেসর।
Infinix Note 10 Pro তে পাবেন 5000mAh এর ব্যাটারি। আর তার সাথে থাকছে 30W এর Fast Charging সাপোর্ট। থাকছে USB Type C এবং 3.5mm হেডফোন জ্যাক।
জেনে নিন : অনলাইনে শপিং করলে এই বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন ঠকে যাওয়া থেকে বাঁচুন
Infinix Note 10 স্মার্টফোনের মধ্যেও আপনি পেয়ে যাবেন 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। তবে এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য পাবেন 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। অপরদিকে Infinix Note 10 Pro এর 8GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন Infinix Note 10 Pro এর দাম রাখা হয়েছে 16,999 টাকা।
Infinix Note 10 দুটি ভেরিয়েন্টের পাওয়া যাচ্ছে। 4GB- 64GB ভ্যারিয়েন্ট এবং তার সাথে 6GB-128 GB ভ্যারিয়েন্ট। 4GB-64GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। 6 GB-128 GB মডেলটির দাম 11,999 টাকা।
কি স্পেশাল অফার থাকছে?
আপনার কাছে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে তাহলে 750 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। Flipkart Axis Bank Credit Card এ থাকছে 5% আনলিমিটেড ক্যাশব্যাকের সুবিধা। এছাড়াও NO COST EMI তো থাকছেই।