ভারতের বাজারের জন্য শাওমি এবার এক নতুন ওয়ারলেস ইয়ার বাডস নিয়ে আসতে চলেছে । আর এইটা লঞ্চ করা হবে মে মাসের 8 তারিখে ।
শাওমি তাদের মি 10 ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে লঞ্চ করবে এই ইয়ার বাডস ! চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই ওয়ারলেস ইয়ার বাডস এ !
শাওমি আজকেই তাদের সোশ্যাল মিডিয়া গুলোতেও একটি টিজার পোস্ট করেছে এই ওয়ারলেস ইয়ার বাডস সম্পর্কে !
মনে করা হচ্ছে চিনে তে গত এপ্রিলে যে Mi Air Dots 2S লঞ্চ করা হয়েছিল, সেইটাই এবার ভারতে লঞ্চ করছে শাওমি । Mi Air Dots 2S এর দাম চিনে ছিল 399 ইউআন !
আরও জানুন : এয়ারটেল কাস্টমার দের জন্য সুখবর ! এবার ZEE5 প্রিমিয়াম কনটেন্ট দেখুন একদম বিনামূল্যে !
ভারতীয় মুদ্রায় প্রায় 4 হাজার 200 টাকা ।
ভারতে এই ওয়ারলেস ইয়ার বাডস এর দাম কত হবে সেটা এখনও কনফার্ম নয় ।
তবে নিঃস্বন্দেহে রিয়েলমির বাডস এয়ার এর সাথে কড়া টক্কর দেবে শাওমীর এই ওয়ারলেস এয়ার বাডস !
রিয়েলমির বাডস এয়ার এর দাম ভারতীয় মুদ্রায় 3,999 টাকা।
সেখানে শাওমির এই নতুন ওয়ারলেস ইয়ার বাডস এর দাম কত হয়, আর কি কি ফিচার্স থাকে সেটাই দেখার।