পরবর্তী প্রজন্মের শাওমি ফোনগুলিতে আসতে চলেছে এক অভিনব ফিচার ! জেনে নিন !

চাইনিজ কোম্পানি শাওমি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটের এক বিশাল অংশ দখল করে আছে।

এবার শাওমি এক নতুন ফিচারের কথা ভাবছে।

এই ফোনগুলোতে না থাকবে কোনো নচ না থাকবে কোনো পাঞ্চ-হোল। হ্যাঁ, শাওমি আনতে চলেছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা।

ওই সংস্থা VP Lu Weibing এর পক্ষ থেকে জানানো হয় যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে ওই ফিচার আনতে তবে তারা সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে।

বর্তমান ব্যাবহৃত ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনলে লাইট অনেকটা কমে যাবে।

শাওমি পেটেন্ট 24 শে এপ্রিল এই নতুন ডিসপ্লে ও ইনভিসিবেল ফ্রন্ট ক্যামেরার বেশ কিছু ডিজাইন প্রকাশ করেছে…(Image : LetsGoDigital)

LetsGoDigital বেসড শাওমি পেটেন্ট 24 শে এপ্রিল এই নতুন ডিসপ্লে ও ইনভিসিবেল ফ্রন্ট ক্যামেরার বেশ কিছু ডিজাইন প্রকাশ করেছে।

আরও জানুন : ভারতের বাজারে কি শীঘ্রই লঞ্চ হতে চলেছে পোকো F2 Pro ? জেনে নিন বিস্তারিত !

এর স্পেশালিটি হলো যে ইউসার ফ্রন্ট ক্যামেরাটি দেখতে পাবেনা কিন্তু সেলফি ঠিক উঠবে।

আমরা আশা করতে পারি মিড-রেঞ্জের মধ্যে এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি আনবে চাইনিজ জায়েন্ট শাওমি।

মাত্র কয়েক বছরেই স্মার্ট ফোন ইন্ডাস্ট্রি তে যুগান্তকারী পরিবর্তন এসেছে। তার উপর আবার এই ধরনের টেকনোলজি স্মার্ট ফোন গুলিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে !