শীঘ্রই ভারতে আসছে হোয়াটসঅ্যাপ পে ! থাকছে দারুন সব সুবিধা !

গত কয়েক মাস ধরেই আমরা শুনে আসছি হোয়াটসঅ্যাপ পে আসবে ভারতে । কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য বড়সড় ধাক্কা খাচ্ছে তাদের এই প্ল্যানিং। 

অবশেষে তাদের উদ্যোগ সফল হতে চলেছে বলে মনে করা হচ্ছে । কারণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এর কিছু ইন্টারেস্টিং ফিচারও ।

এবং মনে করা হচ্ছে এই মাসের শেষ পর্যায়ে ভারতে অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ পে কে !

মাত্র কিছুদিন আগেই অ্যামাজন লঞ্চ করেছে তাদের পে লেটার সার্ভিস । 

মনে করা হচ্ছে ফেসবুকও অ্যামাজন এর পথ অবলম্বন করে এই হোয়াটসঅ্যাপ পে এর মাধ্যমে ভারতে এইরকমই সার্ভিস আনতে চলেছে ।

এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের সাথে এই নিয়ে কথাবার্তাও প্রায় পাকা হয়ে গেছে !

আরও জানুন : ভারতের বাজারে এবার নতুন ওয়ারলেস ইয়ার বাডস লঞ্চ করতে চলেছে শাওমি ! জেনে নেওয়া যাক বিস্তারিত !

ভারতে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অত্যন্ত রকমের বেশি ! তারই সাথে ইউজারের পরিমাণও অনেক ।

ইতিমধ্যে গুগোল পে, ফোন পে, পেটিএম,অ্যামাজন পে ইত্যাদি পেমেন্ট পেলাম প্লাটফর্ম গুলোর মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে । 

তার উপর হোয়াটসঅ্যাপ যদি পেমেন্ট সার্ভিস লঞ্চ করে। তাহলে এই প্রতিযোগিতা আরো অন্য মাত্রা পাবে এবং তা সবার জন্য সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।