বহু প্রতীক্ষার পরে 8 ই মে দুপুর 12 টায় ভারতে লঞ্চ হতে চলেছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ শাওমির মি 10 ।
সোমবার থেকে গ্রীন আর অরেঞ্জ জোনে মি প্রোডাক্ট ডেলিভারি আবার শুরু করেছে।
এই দিনই এই লঞ্চ ইভেন্টের কথা জানায় শাওমির MD মনু কুমার জেইন।
কি কি ফিচারস থাকছে এই ফোনে ?
শাওমি বলেছে এই ফোন হবে 5G রেডি।
এতে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর Snapdragon 865 প্রসেসর।
থাকছে 90Hz রিফ্রেশ রেটের সাথে 6.67-ইঞ্চির full HD+ ডিসপ্লে Gorilla Glass 3 এর প্রোটেকশনসহ।
ক্যামেরা তে 108-মেগাপিক্সেল ISOCELL Bright HMX প্রাইমারি সেন্সর, 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর, 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
আরও জানুন : সরকার চাইলে তাদের কোনো সমস্যা নেই ! জানিয়ে দিলেন মানু কুমার জেইন !
সাপোর্ট করবে 8K ভিডিও রেকর্ডিং। 8GB of RAM আর 256GB স্টোরেজ পাওয়া যাবে।
30W ফাস্ট চারজিং সহ থাকবে 4,780mAh ব্যাটারি।
ক্যানেক্টিভি Bluetooth 5.1, USB Type-C এবং NFC সাপোর্ট করবে।
প্রত্যাশিত দাম প্রায় 42,400 টাকা।