অ্যাপেল ওয়াচ হসপিটালের জীবনদায়ী ইকুইপমেন্ট কেও হার মানালো ! প্রাণ বাঁচালো এক মানুষের !

অ্যাপেল ওয়াচ এর এলার্ট সিস্টেম নিয়ে কোনোরকম সন্দেহের অবকাশ নেই । কারণ নানা সময় আমরা দেখেছি কত মানুষের প্রাণ বাঁচিয়েছে অ্যাপেল ওয়াচ এর হেলথ এলার্ট সিস্টেম । 

আবারো এই রকমই এক ঘটনার পুনরাবৃত্তি । দেখা গেল 80 বছর বয়সী এক মহিলার সিরিয়াস স্বাস্থ্যসমস্যা বুঝতে পারা গেছে অ্যাপেল ওয়াচ এর মধ্যে যে ইসিজি ফিচার থাকে তার সাহায্যে । যদিও হসপিটাল থেকে বলা হয়েছিল তিনি সম্পূর্ণ সুস্থ !

সম্প্রতি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশ করা হয়েছে এই রিপোর্টটি ।

হসপিটালে ECG করার পর নরমাল এসেছিল তার রিপোর্ট । 

কিন্তু অ্যাপেল ওয়াচ এর মধ্যে যে ইসিজি ফিচার তখনো দিছিলো সমস্যার ইঙ্গিত। 

পরে সেই অ্যাপেল ওয়াচের রিপোর্ট তিনি দেখান ডাক্তারদের । এবং তারপরই ধরা পরে তার হার্টের সিরিয়াস অবস্থার কথা ।

আরও জানুন : ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির মি 10 ! দেখে নিন বিস্তারিত !

তখন তার সঠিক শুশ্রূষা আর চিকিৎসার মাধ্যমে তাকে সারিয়ে তোলা সম্ভব হয় । প্রাণে বেঁচে যান তিনি !

অ্যাপেল ওয়াচ এর ECG ফিচার এর আগেও অনেকের প্রাণ বাঁচিয়েছে। 

এছাড়াও অ্যাপেল ওয়াচ এর যে ফল ডিটেকশন অ্যালার্ট রয়েছে সেটাও প্রাণ বাঁচিয়েছে অনেকের। 

আগামীদিনে অ্যাপেল ওয়াচে পালস অক্সিমিটার আসছে । 

ফুসফুসে সমস্যা সম্পর্কেও আপনাকে এলার্ট করতে পারবে রক্তে অক্সিজেনের পরিমাণ মেপে । যা আরো অনেক জীবন বাঁচাবে বলেই মনে করা হচ্ছে !

নিঃস্বন্দেহে এই ঘটনা গুলোই প্রমান দেয় অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় অ্যাপেল ওয়াচ এর মান। 

1 COMMENT

Comments are closed.