আজ শাওমি একটি টুইটের মাধ্যমে জানায় যে তারা কয়েকটা প্রোডাক্টের বিক্রি আবার শুরু করে দেবে।
এই প্রোডাক্ট গুলোর মধ্যে আপনি পাবেন মি বিয়ার্ড ট্রিমার, চার্জার ও কেবিল !
তাই আপনার যদি এই বিপদের মধ্যে কিছু প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এখনই গিয়ে অর্ডার করে দিন ।
ভারতের সমস্ত জায়গা তেই কি শাওমি প্রোডাক্ট ডেলিভারি পাবেন ?
আসল ব্যাপারটা লুকিয়ে রয়েছে এখানেই।
মি এর ওয়েবসাইটে ভালোভাবে দেওয়া রয়েছে যে টোটাল ব্যাপারটাই Subject to regional stock availability and local restrictions !
অর্থাৎ সমস্ত জায়গায় আপনি পাবেন না এই প্রোডাক্ট গুলিও ।
যে সমস্ত জায়গায় প্রোডাক্ট এভেলেবেল রয়েছে এবং ডেলিভারি করতে কোন রকম সমস্যা নেই সেই সমস্ত জায়গাগুলোতেই আপনি পাবেন ।
এই সম্পর্কে বিস্তারিত টুইট করে জানায় শাওমি ইন্ডিয়া !
তাই অবশ্যই তাদের ওয়েবসাইট চেক করে দেখুন এবং আপনার পিন নম্বরে যদি ডেলিভার এভেলেবেল থাকে তাহলে প্রয়োজন হলে অর্ডার করুন।
অর্ডার করতে পারবেন মি ইন্ডিয়া অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে !
এর আগে আমরা দেখেছিলাম ই-কমার্স ওয়েবসাইট গুলোর ওপর বিধি-নিষেধ আরোপ করেছিল ভারত সরকার । যার জন্য তারা প্রোডাক্ট ডেলিভারি করতে পারছিল না ।
এর আগেও আমরা দেখেছিলাম লকডাউনের মধ্যে প্রায় চার কোটি মানুষের হাতে মোবাইল ফোন থাকবেনা বলে সন্দেহ করা হচ্ছিল।
তারই মধ্যে যে সমস্ত জায়গায় ডেলিভারি করা সম্ভব সেই সমস্ত জায়গাতে এই বিশেষ প্রোডাক্ট গুলো বিক্রি করা শুরু করল শাওমি !
যা নিঃসন্দেহে অনেক ইউজারদের প্রচন্ড রকম সাহায্য করবে ।