সরকার চাইলে তাদের কোনো সমস্যা নেই ! জানিয়ে দিলেন মানু কুমার জেইন !

ভারত সরকার চাইলে শাওমি ফোনে আরোগ্য সেতু আগে থেকে ইন্সটল করে দেওয়া থাকবে । জানিয়ে দিলেন মানু কুমার জেইন !

ইতিমধ্যে ভারত সরকার ঘোষণা করে দিয়েছে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন কে স্মার্টফোন ইনস্টল করে ব্যবহার করতে। সমস্ত পাবলিক এবং প্রাইভেট সেক্টর এমপ্লয়ী রয়েছেন তাদেরকে এই অ্যাপ্লিকেশনটি বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে বলা হয়েছে ।

রিসেন্টলি এক ভিডিও তে শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মানু কুমার জেইন জানিয়েছেন তারাও ইতিমধ্যেই তাদের সমস্ত কর্মীদেরই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ইনস্টল করতে অনুরোধ করেছেন ।

এবং তারা সরকারি নির্দেশ অনুযায়ী এই অ্যাপ্লিকেশনটি কে ব্যবহার করছেন।

এর আগেও আমরা দেখেছিলাম জোমাটো তাদের ডেলিভারি পার্টনারদের এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল বাধ্যতামূলক করেছিল । 

শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর আরও বলেছেন যদিও গভর্মেন্ট এখনও এ বিষয়ে কোনো নির্দেশিকা জারি করেননি । 

আরও জানুন : এইভাবে আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা ! সতর্ক করলো ব্যাংক গুলি ! সাবধান !

তবুও সরকার যদি এমন নির্দেশ যায় যে সমস্ত নতুন ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হবে। তাহলে শাওমি তাদের ফোনে এটা করতে রাজি আছে !

মানু কুমার জেইন আরও বলেছেন তিনি তার কাস্টমারদের এই অ্যাপ ইন্সটল করতে অনুরোধ করবেন !

প্রসঙ্গত উল্লেখ্য এই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনে ইন্টারেস্টিং সব ফিচার রয়েছে। 

করোনা ভাইরাস ট্র্যাকিং এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি সিম্পটমস চেক করতে পারবেন। 

আর কোনো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলে আপনাকে এলার্ট পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে ।