এয়ারটেল তাদের কাস্টমারদের জন্য প্রায়ই নানান ধরনের দুর্দান্ত অফার নিয়ে আসে। এর আগেও আমরা বলেছিলাম এয়ারটেলের নতুন প্ল্যান গুলি সম্পর্কে ! এবার আপনি এয়ারটেল কাস্টমার হলে উপভোগ করতে পারবেন প্রিমিয়াম কনটেন্ট !
আর এই লকডাউন পরিস্থিতিতে তাদের কাস্টমারদের মনোরঞ্জনের জন্য আরও দারুন একটি অফার নিয়ে চলে এলো এয়ারটেল।
কি অফার নিয়ে এলো এয়ারটেল ?
আপনি যদি এয়ারটেল থ্যাংকস প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকেন তাহলে আপনি দারুন অফার পেতে চলেছেন । এই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে অফার দেওয়ার জন্য এবার এয়ারটেল পার্টনার করেছে ZEE5 এর সাথে ।
আরও জানুন : Huawei P30 Pro লঞ্চ হতে চলেছে নতুন রূপে, থাকবে প্রি-ইনস্টলড গুগল অ্যাপস !
যার থেকে আপনি ZEE5 এ আনলিমিটেড প্রিমিয়াম কন্টেন্ট একদম বিনামূল্যে দেখতে পারবেন !
কিভাবে আপনি উপভোগ করতে পারবেন তাদের এই প্রাইম কনটেন্টের সুবিধা ?
অফারটি আপনি পেয়েছেন কিনা দেখাবার জন্য আপনি যদি এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের লগইন করুন।
আর লগইন করে চেক করে দেখুন আপনি এই অফার পেয়েছেন কিনা ।
তাহলে সেই অ্যাপ্লিকেশন থেকে ইন্সটল করে নিন, এবং সাইন আপ করুন । তারপর আপনাকে এই অফার দেওয়া হয়েছে কিনা তা চেক করে দেখুন।