ভারতে লঞ্চ হলো Apple এর 13-ইঞ্চির ম্যাকবুক প্রো ! দেখে নিন বিস্তারিত।

ভারতে লঞ্চ হলো Apple এর 13-ইঞ্চির ম্যাকবুক প্রো।

কি কি স্পেসিফিকেশন থাকছে এতে ?

পাওয়া যাবে 2560 x 1600 পিক্সেল রেজোলিউশনের সাথে 13.3-ইঞ্চি LED-backlit ডিসপ্লে, 500 নিটস ব্রাইটনেস লেভেল, P3 কালার গ্যামেট সাপোর্ট,ট্রু টোন টেকনোলজি।

নভেম্বরে লঞ্চ হওয়া 16 ইঞ্চির ম্যাকবুক প্রো এর সঙ্গে এর হার্ডওয়্যারের অনেক পার্থক্য আছে।

এতে পাওয়া যাবে 80% ফাস্টার গ্রাফিক্স পারফরম্যান্স।

মূল যেটি চোখে পড়ার মতো তা হলো এর কীবোর্ড। এতে বাটারফ্লাই কীবোর্ডের বদলে থাকছে সিসর-স্টাইল “ম্যাজিক” কীবোর্ড।

কীবোর্ড ছাড়া ওল্ড 13-ইঞ্চির ম্যাকবুক প্রোর সাথে এর গঠনগত আর কোনো অমিল নেই।

আরও জানুন : এইভাবে আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা ! সতর্ক করলো ব্যাংক গুলি ! সাবধান !

গতানুগতিক নিয়ম অনুযায়ী নিউ 13-ইঞ্চির ম্যাকবুক প্রোর হার্ডওয়্যার অনেক ফাস্ট এবং স্টোরেজও প্রায় দ্বিগুণ।

2020-এর 13 ইঞ্চি ম্যাকবুক প্রো তে থাকছে 8th জেনারেশন কোয়াড-কোর ইন্টেল কোর প্রসেসরের সাথে টার্বো বুস্টের স্পিড 4.1GHz, 32 জিবি র‌্যাম এবং 4TB এসএসডি স্টোরেজ।

রিড স্পিড 3.0GB/s।

আর যদি 10th জেনারেশন কোয়াড-কোর ইন্টেল কোর প্রসেসরের পেতে চান আপনাকে আর $500 টাকা এক্সট্রা পে করতে হবে।

ইন্ডিয়াতে এর দাম হবে মোটামুটি 1,22,990 টাকা।