লকডাউনের মাঝে গ্রাহকদের আরও সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নতুন প্ল্যান লঞ্চ করল এয়ারটেল !
আর এই প্লানে আপনি দারুন সব সুবিধা পাবেন।
চলুন দেখে নিই কি কি সুবিধা পাবেন এই প্ল্যান !
এয়ারটেল এর এই প্ল্যান এর জন্য খরচ 401 টাকা !
401 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি 28 দিনের ভ্যালিডিটি পাবেন। আর প্রত্যেকদিন পাবেন 3 জিবি করে ডেটা।
শুধুমাত্র তাই নয় ।
এই লকডাউনের সময় যাতে আপনি ভালো করে সময় কাটাতে পারেন বাড়িতে বসেই । তার জন্য এয়ারটেল এর এই প্ল্যানের সাথে আপনি পেয়ে যাবেন ডিজনি+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন একদমই বিনামূল্যে !
আরও জানুন : আপনি ভোডাফোন-আইডিয়া 4G ইউজার ? তাহলে এই লকডাউনের দিনে এটি আপনার জন্য দুঃসংবাদ!
আর এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের হলেও আপনি এই ডিজনি+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এক বছরের জন্য !
অর্থাৎ এই প্ল্যান শেষ হয়ে গেলও আপনি ওই দুটো ভিডিও স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন অনায়াসে ! তাও আবার গোটা এক বছরের জন্য !
তবে একটা জিনিস বলে রাখা ভালো, এয়ারটেল এর এই বিশেষ প্ল্যানের সাথে আপনি কোন রকম টকটাইম বা এসএমএস ব্যালেন্স পাবেন না !