এটা কারোই অজানা নয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র সরকার চাইনিজ টেকনোলজি জয়েন্ট Huawei এর ওপর ব্যান আরোপ করেছিল।
এর ফলস্বরূপ এই সংস্থা তাদের Huawei ও Honor দুই ফোনেই গুগলের কোনো সফটওয়্যার এমনকি গুগল প্লে স্টোর ও প্লে সার্ভিস ইউস করতে পারছেনা।
Huawei এবারে এক প্ল্যান আনলো।
তারা আগেই সার্টিফায়েড ফোনটিকে গুগল অ্যাপস যোগে এক নতুনভাবে লঞ্চ করার পরিকল্পনা করছে।
Huawei P30 Pro নিউ এডিশনে কি কি আলাদা ফিচার থাকবে ?
Huawei নতুন ফোনের জন্য GMS [Google Mobile Services pre-installed] certification পাবেনা। এই কারনেই নতুন এডিশনের কথা ভাবছে Huawei।
আরও জানুন : ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির মি 10 ! দেখে নিন বিস্তারিত !
এই নতুন এডিসনে অবশ্যই গুগল এর সফটওয়্যার ইউস করা যাবে।
মনে করা হচ্ছে, প্রসেসর একই (HiSilicon Kirin 980 SoC) থাকবে। মূলত RAM ও ইন্টারনাল স্টোরেজ বাড়ানো হবে।
নতুন কিছু কালার এডিশন থাকবে আর থাকবে নিউ লুক।
এই সম্বন্ধে আর বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি।