মাত্র একবারই দেখা যাবে ফটো বা ভিডিও, তারপরই অদৃশ্য হয়ে যাবে, WhatsApp-এ চলে এল View Once, জেনে নিন কিভাবে ব্যবহার করবেন

WhatsApp Disappearing Photo Videos View Once ShresthoTech
WhatsApp View Once ( Image Credit : WABetaInfo)

হোয়াটসঅ্যাপ (WhatsApp) বহুদিন ধরেই তাদের ভিউ ওয়ান্স (View Once) ফিচারটা নিয়ে কাজ করে যাচ্ছিল। এই বিষয়ে আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম। WABetaInfo-র মতে এবার হোয়াটসঅ্যাপ তাদের এই ফিচারটিকে রোল আউট করা শুরু করে দিয়েছে। প্রথম roll-out করা হবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্যই।  

একবার দেখলেই অদৃশ্য হয়ে যাবে ফটো বা ভিডিও 

এই ফিচারটির মাধ্যমে আপনাকে যখন কেউ কোন ফটো বা ভিডিও পাঠাবেন তখন আপনি একবার সেই ফটো ভিডিওটাকে দেখলেই তারপরই অদৃশ্য হয়ে যাবে সেটি। ইন্সটাগ্রাম (Instagram) এর মধ্যে এই ধরনের ফিচার আগেই ছিল। এবার এই ফিচার নিয়ে আসা হল হোয়াটসঅ্যাপের মধ্যেও। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এক্ষুনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে নিন। বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এর এন্ড্রয়েড ভার্শন 2.21.14.3 থেকে এই ফিচারটি পাওয়া যাবে।

কিভাবে ব্যবহার করবেন View Once ফিচারটি?  

আপনার WhatsApp Application টিকে আপডেট (Update) করে নিন। তার পর যখন আপনি এই ফিচারটি পাবেন তখন যেভাবে আমরা গ্যালারি থেকে কাউকে ফটো বা ভিডিও পাঠাতে চাই। সেইভাবেই সেই ফটো বা ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তারপর যেখানে আমরা সেই ফটো বা ভিডিওর ক্যাপশন লিখতে পারি, তার পাশে একটা ক্লক আইকন (Clock Icon) দেওয়া থাকবে। সেই আইকনটিতে প্রেস করে দিতে হবে।

তারপরই সেই ফটো ভিডিওটি View Once অপশন এনেবেল হয়ে যাবে। আপনি যাকে পাঠাতে চাইছেন তাকে পাঠিয়ে দিন। তারপর তিনি যখন ফটোটি কে একবার দেখবেন তারপরই অদৃশ্য হয়ে যাবে সেটি।

অবশ্যই জেনেনিন

তবে বিষয়টি একটু অন্য রকমের কাজ করে গ্রুপের (WhatsApp Group) ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে যখন আপনি এই View Once ফিচারটিকে ব্যবহার করে ফটো বা ভিডিও পাঠাবেন। তখন গ্রুপের প্রত্যেকটি মেম্বাররাই ফটো বা ভিডিওকে একবার করেই দেখতে পারবেন।

জানেন কি : ফাঁস হয়ে গেল 700 মিলিয়ন LinkedIn ইউজারদের গোপন তথ্য, লিক হওয়া তথ্য দেখলে হতবাক হবেন

মেসেজ ইনফেকশনে (Message Information) যেখানে আমরা সেই মেসেজ কখন ডেলিভারি হয়েছে এবং কখন, কে কে দেখেছেন জানতে পারি, সেখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে এই ফটো বা ভিডিওটিকে কে কে কখন দেখেছেন। 

নিঃস্বন্দেহে, এটা একটি দারুন ইন্টারেস্টিং ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে। কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এই ফিচারটির মাধ্যমে কোন সেন্সিটিভ ইনফর্মেশন না পাঠানোই ভালো। কারণ অন্য ফোনের সাহায্যে খুব সহজেই সেই ফটো বা ভিডিও ক্যাপচার করে নেওয়া সম্ভব। 

খুব শীঘ্রই সকল হোয়াটসঅ্যাপ ইউজাররাই এই ফিচারটি পেয়ে যাবেন। তবে আইওএস (iOS) প্ল্যাটফর্মের জন্য এই ফিচারটি কবে নিয়ে আসা হবে সে সম্পর্কিত এখনো কোনো রকম তথ্য পাওয়া যায়নি। আপনি কি হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি পেয়েছেন? এখনই চেক করে দেখুন। 

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।