ফাঁস হয়ে গেল 700 মিলিয়ন LinkedIn ইউজারদের গোপন তথ্য, লিক হওয়া তথ্য দেখলে হতবাক হবেন

LinkedIn ShresthoTech

LinkedIn এর আগেও অনেক মেজর সিকিউরিটি ব্রিচের সম্মুখীন হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম LinkedIn-এর 500 মিলিয়ন ইউজারদের তথ্য লিক হয়ে গিয়েছিল। এবার মনে করা হচ্ছে আরও এক ভয়ঙ্কর তথ্য লিকের ব্যাপার ঘটে গেল LinkedIn-এর ক্ষেত্রে। এবার প্রায় 700 মিলিয়ন ইউজার দের তথ্য লিক হয়ে গেছে। 

এই বিষয়ে রিস্টোর প্রাইভেসি নামে পাবলিকেশন বিস্তারিত জানিয়েছে। তারা জানিয়েছে জনপ্রিয় হ্যাকিং বিষয়ক ফোরামে একজন ইউজার ক্লেইম করেছেন যে তার কাছে 700 মিলিয়ন LinkedIn ইউজারের তথ্য রয়েছে। 700 মিলিয়ন অর্থাৎ মোট 756 মিলিয়ন ইউজার দের মধ্যে 92 শতাংশ ইউজারই তথ্য লিক হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সেই ব্যক্তি আরও ক্লেইম করেছেন যে তার কাছে সেই তথ্য গুলি রয়েছে সেগুলি অথেন্টিক এবং প্রকৃত ইউজারদেরই তথ্য। তিনি সেই তথ্য বিক্রি করতে চান।  

তিনি উদাহরণস্বরূপ সেই ফোরামে একজন ইউজারের রেকর্ড তুলে ধরেছেন সকলের সামনে। সেই রেকর্ড অ্যানালিসিস করে দেখা যাচ্ছে সমস্তকিছুই একজন সত্যি LinkedIn ইউজারেরই তথ্য। ভয়ের ব্যাপার এখানেই। কোন কোন তথ্যগুলো লিক হয়েছে সেগুলো জানলে আপনিও শিহরিত হয়ে উঠবেন।

জানেন কি : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

তার প্রোভাইড করা তথ্যের মধ্যে LinkedIn প্রোফাইল URL এবং ইউজারনেম রয়েছে। রয়েছে সেই ব্যক্তির ফুল এড্রেস। রয়েছে তার ইমেইল এড্রেস এমনকি ফোন নাম্বারও। সবথেকে ভয়ঙ্কর বিষয় তার ফিজিক্যাল এড্রেস ও জিও লোকেশন, পার্সোনাল/প্রফেশনাল এক্সপেরিয়েন্স, জেন্ডার সমস্ত কিছুই রয়েছে। এমনকি সকলকে হতবাক করে দিয়ে এর মধ্যে রয়েছে তার স্যালারিও। তার সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্টের ইউজার নেম এবং ডিটেইলস তো রয়েছেই। 

যদিও এর মধ্যে লগইন ডিটেলস নেই। এতকিছু ঘটে গেলেও এখনও পর্যন্ত LinkedIn-এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি অফিশিয়ালি। তবুও এই ধরণের ঘটনা আমাদের শিহরিত করে তোলে। বর্তমান ইন্টারনেট থেকে কেমন বিপদ ঘনিয়ে আসতে পারে আমাদের সেই বিষয়টাই ভাবায়।