Vi লঞ্চ করে দিল কমদামের দুটি প্রিপেইড প্ল্যান, এখুনি জেনেনিন এর সুবিধা

Vi ShresthoTech Vodafone Idea

সম্প্রতি এবার Vodafone Idea নিয়ে এল নতুন দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। এগুলি হল 99 টাকার ও 109 টাকার প্রিপেইড প্ল্যান। চলুন দেখে নেওয়া যাক Plans গুলির ব্যাপারে।

Vi 99 এবং 109 Prepaid Recharge Plans

প্রথমেই জানিয়ে রাখি 99 Plans এর বৈধতা 18 দিন এবং 109 Plans টির বৈধতা 20 দিন। এই Plans এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন Local এবং STD নেটওয়ার্কে Unlimited Voice Calls এর সুবিধা। আরও থাকছে 1GB 4G Data যেটা আপনি Plans এর বৈধতা চলাকালীন যে কোন সময় ব্যবহার করতে পারবেন। 

এরই পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আপনি আগে যেমন 100 টি SMS ব্যবহারের সুবিধা পেতেন এখন থেকে কিন্তু আর এই Plans টিতে সেই সুবিধা উপভোগ করতে পারবেন না। প্ল্যান গুলি ইতিমধ্যেই Andhra Pradesh, Assam, Bihar, Chennai, Delhi, Gujarat, Himachal Pradesh, Haryana, Jammu, Kashmir, Karnataka, Kerala, Kolkata, Maharashtra, Goa, Madhya Pradesh, Mumbai, North East, Odisha, Punjab, Tamil Nadu, Rajasthan, UP East, UP West, এবং West Bengal এই জায়গায় চালু হয়ে গেছে। 

এই একইরকমের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে রিলায়েন্স জিওরও। সেই প্ল্যানটির মূল্য 98 টাকা। দেখে নেওয়া যাক Jio 98 টাকার প্রিপেইড প্ল্যান!

Jio 98 টাকার প্রিপেইড প্ল্যান

ভারতের বৃহত্তর টেলিকম সংস্থা Jio-র তরফ থেকেও রয়েছে 98 টাকার Prepaid Recharge প্ল্যান। এই প্ল্যান টির মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোন নেটওয়ার্কে Unlimited Voice Calls এর সুবিধা। একইসঙ্গে আপনি পেয়ে যাবেন 21GB Data অর্থাৎ প্রতিদিনের জন্য 1.5 GB Data। এর বৈধতা রয়েছে 14 দিন। দেশের বিভিন্ন প্রান্তে এই Plans টি গ্রাহকরা চরম ভাবে উপভোগ করে চলেছেন।

জানেন কি : মাত্র একবারই দেখা যাবে ফটো বা ভিডিও, তারপরই অদৃশ্য হয়ে যাবে, WhatsApp-এ চলে এল View Once, জেনে নিন কিভাবে ব্যবহার করবেন

বিভিন্ন টেলিকম সংস্থা তাদের প্ল্যানস গুলির মধ্যে প্রতিনিয়ত পরিবর্তনের হাওয়া লাগিয়েই রেখেছে। উল্লেখিত প্ল্যান গুলি থেকে আপনার ইতিমধ্যেই স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করে দেখছি সংস্থার তরফ থেকে কোনরূপ SMS ব্যবহারের সুবিধা থাকছে না, তবে আপনি যদি অতিরিক্ত Data ব্যবহার করতে চান তবে সে ক্ষেত্রে আপনি Jio Plan গুলিকে বেছে নিতে পারেন। অন্যথায় আপনি যদি আপনার প্ল্যানের বৈধতা বেশি রাখতে চান। তবে সে ক্ষেত্রে বেশিদিন বৈধতা যুক্ত Vi Plans গুলি চালিয়ে যেতে পারেন।