রিলায়েন্স জিও তাদের AGM 2019 -এ দেখিয়েছিল তাদের Jio 4K Gaming Console এর ঝলক। আর এবার মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Jio 4K Gaming Console। ইতিমধ্যে BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টটিকে।
রিলায়েন্স জিও নিয়ে আসছে Jio 4K Gaming Console
সদ্য সদ্য হয়ে যাওয়া Reliance Jio AGM 2021-এ নিজেদের ফিউচার প্ল্যানিং সম্পর্কে জানিয়েছিল জানিয়েছিল Reliance Jio। এখানে তারা ঘোষণা করেছে তাদের আপকামিং প্ল্যান গুলি। জানানো হয়েছে Jio Phone Next সম্পর্কেও। কিন্তু AGM 2019-এ দেখানো এক প্রোডাক্ট নিয়ে এক্সাইটমেন্ট বাড়ছে সকলের। সেখানে দেখানো হয়েছিল তাদের 4K গেমিং কনসোল এর ঝলক।
এবার BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাওয়া গেল Jio-র একটি অজানা প্রোডাক্টকে। যার মডেল নাম্বার দেওয়া আছে JGC100। মনে করা হচ্ছে এটি একটি গেমিং রিলেটেড প্রোডাক্টটিই হতে চলেছে। সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে রিলায়েন্স জিওর গেমিং কনসোল।
আরও কিছু হিন্টস থেকে জানা যাচ্ছে AKSY নামে এক কোরিয়ান গেমিং কন্ট্রোলার ম্যানুফ্যাকচার দের সাথে জিও পার্টনারশিপ করেই প্রোডাক্ট গুলো নিয়ে আসতে চলেছে। তবে রিলায়েন্স জিও এই বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানায়নি।
সাধারণত লঞ্চের মাত্র কিছুদিন আগেই BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয় কোন প্রডাক্ট। তাই সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে লঞ্চ আর খুব বেশি দেরি নেই এই প্রোডাক্টের। সমস্ত কিছু যদি ঠিকঠাক যায় তাহলে খুব শীঘ্রই আমরা রিলায়েন্স 4K গেমিং কোনসলকেও দেখতে পাবো।