বর্তমান সময়ে কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে টেকনোলজির উপর ভিত্তি করে মানুষ এগিয়ে চলেছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই সম্প্রতি এবার লঞ্চ হয়ে গেল Dell UltraSharp Webcam।
Dell UltraSharp Webcam ফিচারস কেমন রয়েছে?
Dell UltraSharp Webcam এর মাধ্যমে আপনি খুবই কম আলোতে 4K video Conferences Call সুবিধা পেয়ে যাবেন। আপনি Dell Peripheral Manager Software মাধ্যমে Windows 10 এবং macOS Devices নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। Microsoft Teams এবং Zoom প্ল্যাটফর্ম এর ক্ষেত্রেও এটি কাজে লাগবে।
Webcam টিতে ইনক্লুড রয়েছে 8.3-Megapixel Sony STARVIS CMOS Sensor এবং Auto-Framing Feature। যার ফলে ইউজার যদি ওয়েবক্যামের সামনে বসেও কোন দিকে নড়াচড়া করে তবে সে ক্ষেত্রেও ক্যামেরাটি স্বচ্ছভাবে ইউজারের ছবি ক্যাপচার করবে।
একই সাথে রয়েছে 4K UHD Resolution। এছাড়াও সর্বোচ্চ 60fps পর্যন্ত Frame Rate পাবেন। এখানেই শেষ নয় থাকছে 5x Digital Zoom এর পাশাপাশি 65-, 78-, 90-degree Customisable Field View এর সুবিধা। একই সঙ্গে দেখা যাচ্ছে Multi-Element lens এর সুবিধাও।
জানেন কি : ফাঁস হয়ে গেল 700 মিলিয়ন LinkedIn ইউজারদের গোপন তথ্য, লিক হওয়া তথ্য দেখলে হতবাক হবেন
আরও থাকছে Dell Express Sign-In Feature অর্থাৎ Proximity Sensor মাধ্যমে এটি Webcam এ আপনার উপস্থিতি এবং অনুপস্থিতিকে শনাক্ত করতে প্রস্তুত। এটি Aluminium দ্বারা নির্মিত হয়েছে। আপনার সুবিধার্থে এতে থাকছে Magnetic Mount এবং Tripod Adapter। PC সংযোগের জন্য এটিতে USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। একই সাথে থাকছে LED Light Indicator।
দাম কত রাখা হয়েছে?
এর সেল শুরু হচ্ছে আজ থেকেই। Dell’s Enterprise Channels মাধ্যমে এটি আপনি কিনে নিতে পারবেন। ভারতীয় মুদ্রায় এটির দাম রাখা হয়েছে 18,999 টাকা। উল্লেখিত ফিচারস গুলোর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে এই Webcam টিতে কোনরকম মাইক্রোফোনের সুবিধা নেই অর্থাৎ এটি ব্যবহারের ক্ষেত্রে আপনার একটি এক্সটার্নাল মাইক্রোফোনের প্রয়োজন হবে।