আগেই আমরা জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপ কিভাবে নতুন আপডেটের মাধ্যমে তাদের ইউজারদের ফোন মেমোরি ক্লিয়ার করতে দিচ্ছে। আবার নতুন এক আপডেট রোল আউট করা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ । এর মাধ্যমে আপনি চাইলেই Disappearing Message অপশন টিকে ব্যবহার করতে পারবেন । অর্থাৎ আপনার পাঠানো মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে একটি নির্দিষ্ট সময় পর। হোয়াটসঅ্যাপ বলছে আপাতত তারা সাতদিন পর অদৃশ্য হয়ে যাওয়ার অপশন নিয়ে আসছে তারা। পার্সোনাল চ্যাট এর ক্ষেত্রে দুই ব্যক্তি যারা চ্যাট করছেন তাদের মধ্যে যেকোনো কেউই এই ফিচার ব্যবহার করতে পারবেন। এই ফিচার যিনি ব্যবহার করবেন তার পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে ।
কিভাবে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি ব্যবহার করবেন ?
নতুন ফিচারটি ব্যবহার করাও খুব সহজ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহার করার জন্য শুধুমাত্র কন্টাক্ট নেম এর উপর ট্যাপ করতে হবে এবং তারপর Disappearing Message অপশনটি সিলেক্ট করতে হবে । তারপরে Continue অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে Disappearing Message অপশন টিকে On করে নিতে হবে। তাহলেই হবে। গ্রুপ চ্যাট এর ক্ষেত্রেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। তবে গ্রুপ চ্যাট এর ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিনরাই এই Disappearing Message কন্ট্রোল করতে পারবেন।
আরও জানুন : Mi Band 5 ফিটনেস ব্যান্ড, রয়েছে দারুন সব ফিচারস !
হোয়াটসঅ্যাপ বলছে এই আপডেট তারা অলরেডি রোল আউট করা শুরু করে দিয়েছে এই মাস থেকেই। অবশ্যই একবার চেক করে দেখুন আপনার ডিভাইসে এই আপডেট এসেছে কিনা।