হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের জন্য নানান ধরনের আপডেটস নিয়ে আসে । আর এবার তারা আরও এক দারুণ আপডেট নিয়ে চলে এলো যেটা হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রচণ্ড রকম সুবিধা দেবে। এবং দারুণ একটা সমস্যা থেকে বাঁচাবে সেটা হচ্ছে স্টোরেজের সমস্যা । এই ফিচারটা নিয়ে হোয়াটসঅ্যাপ বেশ কিছুদিন ধরেই কাজ করে যাচ্ছিল । গত আগস্ট মাসে এন্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এনে দেওয়া হয়েছিল এই ফিচারটিকে। এখন এটি সবার জন্যই উপলব্ধ।
কি সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটে ?
নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ইন্ট্রোডিউস করছে তাদের স্টোরেজ ম্যানেজমেন্ট টুল কে ! এই স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ইউজ করার জন্য আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপে Setting-এ তার প্রশ্ন Storage and Data তারপর Manage Storage । Manage Storage অপশনে ক্লিক করার পর উপরে একটি বারে দেখতে পাবেন কতটা ষ্টোরেজ ইউজ করা হয়েছে এবং কতটা ফ্রি আছে । তারই সাথে কিছু যদি আপনি ডিলিট করতেও চান সেটার জন্য পাবেন Review and delete items অপশন। এছাড়াও আপনি তার মধ্যে কিছু অপশন পাবেন ফিল্টার হিসাবে। যার মধ্যে যেগুলি বেশি ভাবে ফরওয়ার্ড করা হয়েছে, বা যে জিনিস গুলি 5 mb এর বেশি সাইজ। সেগুলি আপনি আলাদা আলাদাভাবে ডিলিট করতে পারবেন । আপনি খুঁজে বার করতে পারবেন কোন ফাইলগুলি নতুন অথবা কোন গুলি পুরানো অথবা কোন গুলি সব থেকে বড় ফাইল । এবং এই ফাইল ম্যানেজমেন্ট টুলের সাহায্যে তারপর সে গুলিকে ডিলিট করতে পারবেন যেগুলি আপনার প্রয়োজন বলে মনে হবে না ।
আরও জানুন : Mi Band 5 ফিটনেস ব্যান্ড, রয়েছে দারুন সব ফিচারস !
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার অলরেডি রোল আউট করা শুরু হয়ে গেছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য । এই নতুন ফিচার পাওয়ার জন্য এক্ষুনি আপনার হোয়াটসঅ্যাপ কে আপডেট করুন আর উপভোগ করুন।