এয়ারটেল কাস্টমাররা ইউটিউব প্রিমিয়াম পেয়ে যাবেন তিন মাসের জন্য বিনামূল্যে, এখুনি জেনেনিন বিস্তারিত

নিজেদের ইউজার বেস বাড়ানোর জন্য টেলিকম অপারেটররা প্রায়ই নানান ধরনের অফার বা ডিসকাউন্ট নিয়ে আসে। যার ফলে তাদের কাস্টমাররাও খুশি হন এবং তাদের ইউজার বেসও বাড়তে থাকে। রিসেন্টলি এয়ারটেল এরকমই এক প্রমোশনাল অফার ইন্ট্রোডিউস করেছে তাদের কাস্টমারদের জন্য। যার ফলে আপনি ইউটিউব প্রিমিয়াম তিন মাসের জন্য বিনামূল্যে পেয়ে যাবেন । 

জেনে নিন এই অফার সম্পর্কে বিস্তারিত 

এই অফারটি আপনি পাবেন এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশনের মাধ্যমে । তবে সকল কাস্টমারদের জন্য এই অফার নয় । সিলেক্টেড কিছু কাস্টমারদের জন্যই এই অফার নিয়ে আসছে এয়ারটেল । তারই সাথে আপনি যদি আগে থেকেই ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করছেন বা ব্যবহার করেছেন কখনো। তাহলে আপনি এই অফার থেকে বঞ্চিত হবেন। এই অফার শুধুমাত্র ফার্স্ট টাইম ইউটিউব প্রিমিয়াম ইউজার দের জন্য। অর্থাৎ এই সার্ভিস তাদের জন্য নয় যারা অলরেডি ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব মিউজিক প্রিমিয়াম, বা গুগল প্লে মিউজিক ব্যবহার করছেন ।

আরও জানুন : 15000 টাকার মধ্যে সবথেকে ভালো স্মার্টফোন কোন গুলি ?

আপনি যদি অফার পেয়ে থাকেন তাহলে এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে । অথবা আপনি আপনার এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন টিকে ভালো করে দেখুন এই অফার ইউজ করার কোন রকম অপশন দেওয়া আছে কিনা। আর অবশ্যই এই তিন মাসের ফ্রি ট্রায়াল পেরিয়ে যাবার পর আপনাকে অটোমেটিক চার্জ করা হবে ইউটিউব প্রিমিয়াম এর জন্য। তাই আপনি যখন খুশি ক্যানসেল করতে পারবেন এই অপশন তো থাকছেই। প্রয়োজন না হলে প্ল্যান শেষ হবার আগেই ক্যানসেল করে দিতে ভুলবেন না।