ঘটনার সূত্রপাত শাওমির করা একটি টুইট থেকে । শাওমি ইন্ডিয়া একটি টুইট করে জানায় যে তারা 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি মি পাওয়ার ব্যাংক সেল করেছে ভারতে । যেগুলো আবার মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতেই তৈরি করেছে তারা। তারই সাথে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে তাদের উপর বিশ্বাস রাখার জন্য। তবে ঠিক কোন ধরনের পাওয়ার ব্যাংক বা কোন মডেলের পাওয়ার ব্যাংক তারা কত ইউনিট করে সেল করেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি শাওমি ।
যদিও সেটা জানালে আরো ভালোভাবে আমরা জানতে পারতাম । বাজারে অন্যান্য পাওয়ার ব্যাংক গুলোর মতই শাওমির পাওয়ার ব্যাঙ্কগুলো জনপ্রিয়তা অত্যন্ত রকম বেশি । তারই সাথে তারা রেগুলারিটি মেন্টেন করে প্রায়ই আরো এডভান্স লেভেলের যাওয়ার ব্যাংক নিয়ে আসছে বাজারে, যেটা দারুন একটি ব্যাপার।