মেসেজিং সার্ভিস হিসাবে টেলিগ্রামের জনপ্রিয়তা অত্যন্ত রকম বেশি। আর তারা রীতিমতো বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে । যেগুলো তাদের ইউজারদের আরও অনেক সুবিধা প্রদান করে। রিসেন্টলি টেলিগ্রাম এমনই আরও নতুন নতুন আপডেট এনেছে যেগুলো তাদের প্রতিদ্বন্দ্বী হোয়াটসঅ্যাপকে ভালোরকম প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে !
কি কি আপডেট এনেছে টেলিগ্রাম ?
এখন আপনি মাল্টিপেল মেসেজ পিন করতে পারবেন । আপনি এবার একাধিক মেসেজ পিন করতে পারবেন কোনো একটি গ্রুপ চ্যাটে বা টেলিগ্রাম চ্যানেলে। যার ফলে সেই মেসেজটি খুব সহজেই দেখা যাবে । এটা কাজ করবে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে । তারই সাথে কাজ করবে নানান গ্রুপে ও পার্সোনাল চ্যাট এর ক্ষেত্রেও। যেটা নিঃসন্দেহে একটা দারুন আপডেট ।
পরবর্তী আপডেট রাখা হয়েছে চ্যানেল এডমিনদের জন্য এবং মডারেটরদের জন্য । টেলিগ্রামে যদি আপনার চ্যানেল থাকে অথবা আপনি যদি কোন চ্যানেলের এডমিন অথবা হন তাহলে আপনার কোন নির্দিষ্ট পোস্টে সমস্ত রকম ডিটেল স্ট্যাটস আপনি দেখতে পারবেন এবার থেকে টেলিগ্রামে। শুধুমাত্র তাই নয় আপনার পোস্ট যদি অন্য কোন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করাও হয় তাহলে আপনি সেগুলির ডিটেইলস স্ট্যাটস দেখতে পারবেন । ডিটেইলস স্ট্যাটস এর মধ্যে আপনি দেখতে পারবেন ভিউ, পাবলিক শেয়ার, প্রাইভেট শেয়ার ইত্যাদি। যেটা অনেক সাহায্য করবে চ্যানেল এডমিন বা মডারেটর দের।
পরবর্তী যে আপডেট আনা হয়েছে সেটা হল লাইভ লোকেশন রিলেটেড। এর নাম দেওয়া হয়েছে লাইভ লোকেশন 2.0 ! এর আগে থেকেই আমরা টেলিগ্রামে লাইভ লোকেশন শেয়ার করতে পারতাম। লাইভ লোকেশন 2.0 এই আপডেটে টেলিগ্রাম ইন্ট্রোডিউস করছে আরও এডভান্স কিছু ফিচার এর। আপডেট এর ফলে এবার আপনার কোন বন্ধু বা যার সাথে আপনি আপনার লোকেশন শেয়ার করেছেন তিনি যখন আপনার কাছাকাছি চলে আসবেন তখন সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই ডিসটেন্স এলার্ট সেট করা যাবে 0.5 কিমি, 1 কিমি অথবা 5 কিমির জন্য । শুধু সেটাই নয়। লোকেশন ম্যাপে যে কারেন্ট পজিশনের আইকন গুলো ব্যবহার করা হয় সেগুলোও এবার থেকে ইন্ডিকেট করবে কোন দিকে তারা ঘুরে আছেন বা কোন দিকে মুখ করে হাঁটছেন সেটাও ।
গান শেয়ার করার জন্যও আনা হয়েছে নতুন আপডেট । আপনি যদি একাধিক গান অন্য একজনের সাথে শেয়ার করেন তাহলে সেই গানগুলো অটোমেটিক একটা প্লেলিস্টে পরিবর্তন হয়ে যাবে। যেটা খুব সুবিধাজনক হবে সেই ইউজারের জন্য ।
পরবর্তী আপডেট এসেছে অ্যানিমেশনের ক্ষেত্রে । টেলিগ্রামে দারুন সব অ্যানিমেশন থাকে । যেগুলো টেলিগ্রাম ইউজারদের ইউজার এক্সসপিরিয়েন্স অনেক ভালো করে দেয়। সেগুলির সাথেই এবার সেন্ডিং মেসেজ ও সুইচিং সং এর ক্ষেত্রে এনিমেশন আনা হয়েছে। আর তার সাথে এখন আপনি আপনাকে পাঠানো ছবি ডাউনলোড না করেই এডিট করে পুনরায় পাঠিয়ে দিতে পারবেন।
এই নতুন আপডেট ইতিমধ্যে এন্ড্রয়েড ও আইওএস এর জন্য রোল আউট করা শুরু করে দিয়েছে।