Mi Band 5 ফিটনেস ব্যান্ড, রয়েছে দারুন সব ফিচারস

আবার এক নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করলো Mi। এর আগে mi band 4 ব্যাপক সাড়া পেয়েছিল ইন্ডিয়ার মার্কেটে।

আশা করা যায় Mi ব্যান্ড 5 হবে ব্যান্ড 4 এর ট্রু সাক্সেসর। এই ফিটনেস ব্যান্ড এ রয়েছে দারুন সব ফিচারস।

ব্যান্ডটিতে রয়েছে 11 টি স্পোর্টস মোড যেমন আউটডোর সাইক্লিং, সুইমিং,স্কিপিং, যোগ ব্যায়াম ও অন্যান্য। এটি 24 ঘন্টা হার্টরেট পরিমাপ করে ও হার্ট রেট যখন খুব বেড়ে যায় তখন এলার্ট করে।

কি কি স্পেসিফিকেশন পাবেন এই Mi Band 5 ফিটনেস ব্যান্ডে ?

আনলিমিটেড ওয়াচ ফেসের সাপোর্ট পাবেন এই ফিটনেস ব্যান্ডটিতে। 24×7 REM সহ (Rapid Eye Movement)  স্লিপ মনিটরিং ও স্ট্রেস মনিটরিং ফিচার রয়েছে এই ব্যান্ডে। 

মি ব্যান্ড 5 এর আনবক্সিং ও ফার্স্ট ইম্প্রেশন দেখুন এখানে !

মি ব্যান্ড 5 এর আনবক্সিং ও ফার্স্ট ইম্প্রেশন দেখুন এখানে !

1.1 ইঞ্চির ফুল টাচ এমোলেড কালার ডিসপ্লে রয়েছে এই ব্যান্ডে।এর অন্যতম ফিচার হলো Personal Activity Intelligence (PAI) মোড। এমনকি মহিলাদের মাসিক চক্র ও ওভিউলেসন পিরিয়ড ট্রাক করার ক্ষমতা রয়েছে এই ব্যান্ডের।

একটি সিঙ্গেল চার্জে 15 দিন অবধি ব্যাটারি ব্যাক আপ দেবে। হ্যাসেল ফ্রি ম্যাগনেটিক চারজিং এর সাপোর্ট রয়েছে এতে। 5 ATM অবধি ওয়াটার রেসিস্টেন্স এই ওয়াচটি,তাই সাওয়ারে স্নান করার সময়ও এটি পরে থাকা সম্ভব। এগারো টি স্পোর্টস মোড রয়েছে। তারই সাথে এটি ট্রাক করতে পারবে আপনার স্ট্রেস ও । মানে এক কথাই অতুলনীয়।

আর এক দুর্দান্ত ফিচার হল রান অন দি গো উইথ অটোমেটিক একটিভিটি ডিটেকশন (রানিং এন্ড ওয়াকিং)। কেনার জন্য ক্লিক করুন এখানে !