মাত্র দু মাস হয়েছে সাইবার সিকিউরিটি সংক্রান্ত সমস্যার কারণে পাবজি মোবাইল কে ব্যান করা হয়েছে ভারতে । তারই মধ্যে মাত্র কয়েকদিন আগেই পাবজি অফিশিয়াল নোটিশ জারি করে ভারত থেকে তাদের সমস্ত সার্ভার বন্ধ করে দেওয়ার বিষয়ে জানিয়েছিল। পাবজি মোবাইল আবার খুব তাড়াতাড়ি ভারতে ফিরে আসার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত টেক ক্রাঞ্চ এর পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু হাইপ্রোফাইল স্ট্রিমার দের এই বিষয়ে জানিয়েছে পাবজি এবং এটাও জানানো হয়েছে যে এই বছরের শেষের আগেই পাবজি মোবাইল আবার ব্যাক করতে পারে। যদিও কোন কোন হাইপ্রোফাইল স্ট্রিমার কে জানানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানা যায়নি কিছুই।
তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়িই এই খবর অফিশিয়ালি অ্যানাউন্স করবে পাবজি। এর একটা বড় কারণ হিসেবে ধরা হচ্ছে রিসেন্টলি পাবজি কিছু ক্লাউড সার্ভিস প্রোভাইডার এর সাথে আলোচনায় ব্যস্ত হয়েছে। যেগুলোর সাহায্যে ভারতের ইউজারদের তথ্য দেশের মধ্যেই সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করবে তারা বলে মনে করা হচ্ছে। যেটা নিয়ে একটা বড় সংশয় প্রকাশ করেছিল ভারত সরকার । এমনকি এই দিওয়ালির মধ্যে পাবজি তাদের মারকেটিং ক্যাম্পেইনে শুরু করতে পারে এমনও শোনা যাচ্ছে ।
আরও জানুন : পাঠানোর নির্দিষ্ট সময় পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে মেসেজ, নতুন আপডেট আসছে হোয়াটসঅ্যাপে !
আমরা জানি ইতিমধ্যেই ভারতের নিজস্ব তৈরি গেম ফৌজি এর অফিশিয়াল টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। তারই মধ্যে যদি পাবজি আবার ব্যাক করে তাহলে ভারতের মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি তে কড়া টক্কর হতে চলেছে বলে মনে করা হচ্ছে।