Airtel-এর পর এবার দাম বেড়ে গেল Vi প্রিপেইড প্ল্যানের, এক নজরে জেনেনিন পরিবর্তিত দাম, খারাপ খবর সকলের জন্যই

Vi Prepaid Plans Price Hike

এয়ারটেল (Airtel) তো তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে আগেই। এবার দেশের আর এক অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone-Idea) তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিলো। এক নজরে জেনে নেওয়া যাক বর্তমান প্রিপেড প্ল্যানগুলি উপভোগের জন্য আপনাকে অতিরিক্ত কত টাকা খরচ করতে হবে।

কত টাকা দাম বেড়েছে? কি বেনিফিট পাওয়া যাবে?

আগের 79 টাকার রিচার্জ প্ল্যান পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে 99 টাকা। এর মধ্যে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ 200MB ডেটা এবং 99 টাকার টকটাইম। ভয়েস কলিং এর সময় প্রতি সেকেন্ডে 1 পয়সা Call চার্জ সংস্থার তরফ থেকে ধার্য করা হয়েছে। প্ল্যানের বৈধতা ক্ষেত্রে কোনরূপ পরিবর্তন হয়নি অর্থাৎ থাকবে আগের মতোই 28 দিনের বৈধতা। 

149 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়েছে 179 টাকা। এর মধ্যে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি 300 টি SMS ব্যবহারের সুবিধা। এছাড়াও রয়েছে 2GB ডেটা। প্ল্যানের বৈধতা 28 দিন। 

একই সঙ্গে 219 টাকার টকটাইম বদলে দাঁড়িয়েছে 269 টাকা। এই রিচার্জ প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং বেনিফিট। আরও রয়েছে 1GB ডেটা এবং 100 টি SMS প্রতিদিনের জন্য। এই প্ল্যানের বৈধতা 28 দিন।

এছাড়াও 249 টাকার প্ল্যানের বর্তমান মূল্য দাঁড়িয়েছে 299 টাকা। এর মধ্যে পাবেন 100 টি SMS এবং 1.5GB Data প্রতিদিন উপভোগের সুবিধা। একই সঙ্গে যে কোন নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা তো পাবেনই। এই প্ল্যানের বৈধতা 28 দিন।

অন্যদিকে 299 টাকার রিচার্জ প্ল্যান বৃদ্ধি পেয়ে হয়েছে 359 টাকা। বৈধতা থাকবে 28 দিন। পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, 100 টি SMS ব্যবহার করার সুযোগ প্রত্যেকদিন এবং 2GB করে ডেটা প্রতিদিনের জন্য। 

399 টাকার টকটাইম বদলে হয়েছে 479 টাকা, বৈধতা রাখা হয়েছে 56 দিন। এর মধ্যে রয়েছে 100 টি SMS এবং প্রতিদিন 1.5GB Data বেনিফিট। একই সঙ্গে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা। এই প্ল্যানের বৈধতা 56 দিন।

এরই পাশাপাশি 449 টাকার রিচার্জ প্ল্যান পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে 539 টাকা। পাবেন 2GB ডেটা এবং 100 টি SMS বেনিফিট প্রতিদিনের জন্য। আরও রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। প্ল্যানের বৈধতা 56 দিন।

জেনেনিন : আপনার Facebook, Twitter, Instagram ইত্যাদির পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা খুব সহজেই বুঝে নিন এইভাবে! Google Chrome নিয়ে এল নতুন Password Checker

এবার আসা যাক 379 টাকার প্রিপেইড প্ল্যানের ব্যাপারে। এই রিচার্জ প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে 459 টাকা। বৈধতা থাকবে আগের মতোই 84 দিন। এর মধ্যে থাকছে আনলিমিটেড কলিং 100 SMS এবং মোট 6GB ডেটা।

599 টাকার টকটাইম বদলে হয়েছে 719 টাকা। পেয়ে যাবেন আনলিমিটেড কলিং। একই সাথে রয়েছে 100 টি SMS এবং 1.5GB ডেটা প্রতিদিনের জন্য। প্ল্যানটির বৈধতা থাকবে 84 দিন। 

অন্যদিকে 699 টাকার রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে 839 টাকা। এরমধ্যে পাবেন আনলিমিটেড কলিং, 100 টি SMS ব্যবহারের সুযোগ প্রত্যেকদিন এবং 2GB ডেটা করে ডেটা প্রতিদিনের জন্য। এই প্ল্যানের বৈধতা 56 দিন।

বার্ষিক 1,499 টাকার প্রিপেইড প্ল্যানসটি বর্তমানে মূল্য বেড়ে হয়েছে 1,799 টাকা। এই রিচার্জ প্ল্যানটিতে যুক্ত রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা, 3600 টি SMS এবং 24 GB ডেটা বেনিফিট। প্ল্যানটির বৈধতা 365 দিনের। 

একই সঙ্গে 2,399 প্ল্যানটি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2,899 টাকাতে। এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন 1.5GB ডেটার বেনিফিট। আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার পাশাপাশি প্রতিদিন 100 টি করে SMS ব্যবহারের সুযোগ। এই প্ল্যানটির বৈধতাও 365 দিনের। 

দেখে নেওয়া যাক Data Top Up Plan গুলির কি পরিবর্তন হয়েছে- 

ডেটা টপ-আপ প্ল্যানগুলোর ক্ষেত্রেও সংস্থার তরফ থেকে পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে 48 টাকা রিচার্জ বদলে হয়েছে 58 টাকায়। এর মধ্যে রয়েছে 3GB Data। প্ল্যানের বৈধতা 28 দিন। এছাড়াও 98 টাকার রিচার্জ বর্তমান মূল্য 118 টাকা। থাকবে ২৮ দিন বৈধতা এবং মোট 12GB ডেটা। 

জেনেনিন : WhatsApp নিয়ে আসছে এই দুর্দান্ত ফিচার, Privacy হবে আরও শক্তিশালী

একই সাথে 251 টাকার প্ল্যান বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 298 টাকাতে। এর মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ 50GB ইন্টারনেট ব্যবহারের সুবিধা। প্ল্যানের বৈধতার রাখা হয়েছে 28 দিন। সবশেষে রয়েছে 351 প্ল্যান যা বেড়ে হয়েছে 418 টাকায়। এই রিচার্জ প্ল্যানের বৈধতা 56 দিন এবং পাবেন মোট 100GB ডেটা।

এয়ারটেল এর পর Vi তাদের প্ল্যান গুলির দাম বাড়িয়ে দিয়ে রীতিমত হতাশ সকল এয়ারটেল ইউজাররাও। এবার অনেকেই মনে করছেন ভারতের অন্যান্য টেলিকম অপারেটররাও হয়তো তাদের প্ল্যান গুলির দাম বাড়িয়ে দেবে। তবে সেই বিষয়ে এখনও অফিশিয়ালি কোনরকম ঘোষণা করা হয়নি। 

এয়ারটেল এরপর ভোডাফোনের প্ল্যানের দাম বৃদ্ধি নিয়ে আপনার কি মতামত? অন্যান্য টেলিকম অপারেটররাও কি দাম বাড়িয়ে দেবে? সেই বিষয়ে আপনি কি মনে করেন? অবশ্যই জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে