WhatsApp নিয়ে আসছে এই দুর্দান্ত ফিচার, Privacy হবে আরও শক্তিশালী

WhatsApp ShresthoTech

হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের ইউজারদের সুবিধার্থে নিত্যনতুন ফিচার নিয়ে আসেই তাদের প্লাটফর্মে। এই ব্যাপারটা নতুন নয়। তবে এবার তারা তাদের ইউজারদের জন্য বহু প্রতীক্ষিত এক ফিচার নিয়ে চলে এলো। যেটা হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসিকে আরও স্ট্রং করবে। 

WhatsApp নিয়ে আসছে এই দুর্দান্ত ফিচার

জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই রোল আউট করতে শুরু করে দিয়েছে মাই কন্টাক্টস এক্সেপ্ট (My Contacts Expect) ফিচারটি। এতদিন পর্যন্ত WhatsApp-এ আপনার সম্পর্কিত বেশ কিছু তথ্য কে দেখতে পাবেন সেটা কন্ট্রোল করার বেশ কয়েকটা ধাপ ছিল। এবার সেই ধাপের মধ্যেই যোগ হল নতুন এই প্রাইভেসি ফিচার। WABetaInfo-র পক্ষ থেকে জানানো হচ্ছে এই ফিচারটির রোলআউট করতে শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ সকল ইউজারদের জন্যই। 

এই প্রযুক্তিকে ব্যবহার করার জন্য সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে Privacy অপশনে চলে যেতে হবে। তারপরই মাই কন্টাক্টস এক্সেপ্ট (My Contacts Except) অপশনটি সিলেক্ট করতে হবে। 

ফলে কন্টাক্টস এর মধ্যেও নির্দিষ্ট কোন ব্যক্তিকে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার (Profile Picture), লাস্ট সিন (Lase Seen) অথবা এবাউট ইনফো (About Info) দেখাতে না চান সেটা কন্ট্রোল করতে পারবেন এই অপশনের সাহায্যে। মাত্র কয়েকদিনের মধ্যেই সকল ইউজারদের কাছে এই ফিচার অ্যাভেলেবল হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। 

জেনেনিন : 25 শতাংশ দাম বাড়িয়ে দেওয়া হল Airtel Prepaid Plan-এর, দেখে নিন এখন কত টাকা দিতে হবে, দুঃখের খবর এয়ারটেল ইউজারদের জন্য

নতুন এই প্রাইভেসি ফিচার হিসাবে এই ফিচারটি থাকবে। ইতিমধ্যেই আমরা এভরিওয়ান (Everyone), মাই কন্টাক্টস (My Contacts) আর Nobody এই তিনটে অপশন পেতাম। তার সাথে এবার থেকে এই মাই কন্টাক্টস এক্সেপ্ট (My Contacts Except) অপশনটিও পাওয়া যাবে।  

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যদি আপনার প্রোফাইল ফটোকে শুধুমাত্র Everyone সিলেক্ট করে রাখেন তাহলে যেকোনো কেউ আপনার নাম্বার সেভ করলেই আপনার প্রোফাইল ফটো দেখতে পারেন। তার সাথে আপনি যদি Nobody করে রাখেন তাহলে কেউ আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে না। আর যদি মাই কন্টাক্টস করে রাখেন তাহলে আপনার ফোনেতে যে সমস্ত নাম্বার সেভ করা রয়েছে শুধুমাত্র তারাই আপনার প্রোফাইল ফটো দেখতে পারবেন।

এই তিনটে অপশনের সাথে নতুন যুক্ত হওয়া এই ফিচারটি কাজে লাগিয়ে আপনার স্মার্টফোনে সেভ করা ব্যক্তিদের মধ্যেও নির্দিষ্ট কাউকে আপনি বাদ দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন নতুন ফিচার নিয়ে এসে চলেছে। এই ফিচারটিও সকল ইউজারদের নিঃসন্দেহে অনেক সুবিধা প্রদান করবে। খুব সম্প্রতি তারা নতুন কমিউনিটি ফিচার (WhatsApp Community Feature) নিয়ে কাজ করে যাচ্ছে এমনটাও শোনা গেছে। হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এখন খুশির খবর। 

তবে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামও এই বিষয়ে পিছিয়ে নেই। অতি সম্প্রতি তারা তাদের প্লাটফর্মে স্পনসর্ড মেসেজের কথা ঘোষণা করে দিয়েছে।সব মিলিয়ে ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম গুলোর এখন ফিচার এর বন্যা বইয়ে দিচ্ছে। আপনি কোন ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম ব্যবহার করেন, জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।