ঘোষণা হল অফিসিয়াল লঞ্চ ডেট, বাজার কাঁপাতে আসছে Bounce Infinity Electric Scooter

ইলেকট্রিক স্কুটার এর জগতে তাদের আগমন বার্তা জানিয়ে ভারতীয় ইলেকট্রিক স্কুটার বাজারে হইচই ফেলে দিয়েছে বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটার (Bounce Infinity Electric Scooter)। আর এবার এসে গেছে সেই বহুপ্রতীক্ষিত খবর। জানা যাচ্ছে ডিসেম্বরের 2 তারিখেই অফিশিয়ালি লঞ্চ করা হবে এই ইলেকট্রিক স্কুটার কে। নিঃসন্দেহে দুর্দান্ত সমস্ত ফিচার এবং মাথা খারাপ করা সুবিধা সমেত নিয়ে আসা হচ্ছে সকল কাস্টমারদের কথা ভেবে। এমনকি 50 হাজার টাকার নিচেই এই স্কুটার পাওয়া যাবে এমন কথাও শোনা যাচ্ছে। 

বাজার কাঁপাতে আসছে Bounce Infinity Electric Scooter  

ইলেকট্রিক স্কুটার এর এখন রমরমা অত্যাধিক রকমের বেশি। আর এইবার সেই বাজারকে ধরতেই Bounce নিয়ে আসছে তাদের ইনফিনিটি ইলেকট্রিক স্কুটার। জানা যাচ্ছে অত্যন্ত সস্তা হতে চলেছে ইলেকট্রিক স্কুটারের দাম। আর আগামী ডিসেম্বরের 2 তারিখেই অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হবে এই ইলেকট্রিক স্কুটারকে দেশের বাজারে। 

জেনেনিন : Airtel-এর পর এবার দাম বেড়ে গেল Vi প্রিপেইড প্ল্যানের, এক নজরে জেনেনিন পরিবর্তিত দাম, খারাপ খবর সকলের জন্যই

এমনকি মাত্র 499 টাকা দিয়ে প্রি-বুকিংও করে নেওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটারকে। থাকবে দুর্দান্ত সমস্ত সুবিধা। কি কি বিশেষ সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে তো আগেই জানিয়েছি আমরা। ইলেকট্রিক স্কুটার টিকে ব্যাটারির সাথে বা ব্যাটারি ছাড়াও কিনে দিতে পারবেন আপনি। 

তার সাথে ব্যবহার করতে পারবেন বাউন্সের ব্যাটারি সোয়াপিং সার্ভিসকেও। যার সাহায্যে ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে ফুল চার্জ দেওয়া ব্যাটারি বাউন্সের সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন আপনি। এইভাবে চারজিং সংক্রান্ত ঝামেলা থেকেও বাঁচতে পারবেন। তবে এই সার্ভিসের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর অবশ্যই বাড়ির কাছে থাকতে হবে এই ধরণের সার্ভিস সেন্টার। 

জানা যাচ্ছে সারা দেশজুড়ে ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক গড়ে তুলতে চলেছে বাউন্স। যেখানে খুব সহজেই চার্জ শেষ হয়ে যাও ব্যাটারি নিয়ে গিয়ে ফুল চার্জ দেওয়া ব্যাটারি নিয়ে নেওয়া যাবে। নিঃসন্দেহে এই সমস্ত ফিচারগুলো অত্যন্তই আকর্ষণীয়। তবে এখনো পর্যন্ত এর দাম কত হবে বা এই স্কুটার কতটা মাইলেজ দেবে, এই সমস্ত কিছু জানা যায়নি। তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।

এরই মধ্যে আবার জানা যাচ্ছে 22Motors Private Limited ক্রয় করে নেওয়ার পর এবার সাউথ ইন্ডিয়াতে বাউন্স 100 মিলিয়ন ইউএস ডলার খরচ করে তাদের দ্বিতীয় প্লান্ট গড়ে তুলতে চলেছে।  যেটাও নিঃসন্দেহে একটা দারুন খবর। Ola ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করলেও যাদের কাছে সেটার দাম বেশি বলেই মনে হচ্ছে তাদের জন্য এই স্কুটার আশার বার্তা নিয়ে আসবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে