আপনার Facebook, Twitter, Instagram ইত্যাদির পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা খুব সহজেই বুঝে নিন এইভাবে! Google Chrome নিয়ে এল নতুন Password Checker

Google Chrome Password

বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ফেসবুক (Facebook),টুইটার (Twitter), ইনস্টাগ্রাম (Instagram)-এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি ব্যবহার করি। আর সেখানে কোনো রকম বিপদ এড়াতে অত্যন্ত স্ট্রং পাসওয়ার্ড (Strong Password) সিলেক্ট করতে হয় আমাদের। কিন্তু তবুও সামান্য অসাবধানতায় যা বিপদ ঘটার তা ঘটেই যায়। অনেক সময়ই হ্যাক হয় যায় আমাদের একাউন্ট।  

গুগল ক্রোম (Google Chrome) অতিসম্প্রতি ইন্ট্রোডিউস করেছে তাদের পাসওয়ার্ড চেকার (Password Checker)। যার সাহায্যে আমরা খুব সহজেই বুঝে নিতে পারব গুগল, ফেসবুক, টুইটার অথবা আমাদের অন্যান্য একাউন্টের পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে গেছে কিনা। খুব সহজ এবং খুব সুন্দর ভাবেই চেক করে নেওয়া যাবে এগুলি। আজকের আর্টিকেলে অবশ্যই জেনে নিন সেই পদ্ধতি। 

Google Chrome নিয়ে এল নতুন Password Checker

অতিসম্প্রতি গুগল তাদের ক্রোম ব্রাউজারের মধ্যে এক এক্সট্রা লেয়ার অব সিকিউরিটি যোগ করেছে। যার সাহায্যে খুব সহজেই চেক করে নেওয়া যাবে ফেসবুক টুইটার অথবা অন্যান্য একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে কিনা। এখুনি জেনে নেওয়া যাক তার পদ্ধতি- 

সেটা জানার জন্য প্রথমেই আপনার গুগল ক্রোম ব্রাউজার কে আপডেট করে নিন। Chrome 96 অথবা তার পরবর্তী ভার্সন এ আপডেটেড থাকতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজার। তাহলেই এই কাজটি আপনি করতে পারবেন। তারপরে গুগল ক্রোম ব্রাউজারটি Open করে নিন। সেখান থেকে ডান দিকে উপরে থ্রি ডটস মেনু (Three Dots Menu)-তে ক্লিক করে সেটিংস (Settings)-এ যান। 

তারপরে অটোফিল (Autofill) সিলেক্ট করুন এবং তারপর সিলেক্ট করুন পাসওয়ার্ডস (Paswords)। তারপরের অপশনে সিলেক্ট করতে হবে চেক পাসওয়ার্ড (Check Password)। ব্যাস। তাহলেই অটোমেটিক চেকিং শুরু হয়ে যাবে। আর ক্রোম আপনাকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে আপনার সমস্ত পাসওয়ার্ডগুলোর মধ্যে কোনটা কম্প্রোমাইজ করা হয়েছে বা কোনটা দুর্বল অথবা কোনটা আপডেটের প্রয়োজন তা ভালো করে দেখিয়ে দেবে। 

জেনেনিন : আবার দৌরাত্ম্য Joker Malware-এর, এখুনি আনইনস্টল করেদিন এই Application গুলি

সেখানে যদি দেখা যায় আপনার পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে গেছে, তাহলে তৎক্ষণাৎ পাসওয়ার্ডটি কে পরিবর্তন করে নিন। তবে পাসওয়ার্ড পরিবর্তন করলেই হবেনা। পাসওয়ার্ড পরিবর্তন এর বেশ কিছু নিয়ম জানা চায়। খুব স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করুন যার ফলে পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবার সম্ভাবনা কমে যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অপেক্ষাকৃত স্ট্রং পাসওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারবেন। 

কিভাবে স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন?

প্রথমেই জানিয়ে রাখা ভাল যে এক সমীক্ষায় জানা যাচ্ছে ‘12345’ বা password বা আপনার নিজের নাম অথবা আপনার নিচের ডেট অব বার্থ বা লিভিং প্লেস ইত্যাদি শব্দ বা সংখ্যা ব্যবহার করে পাসওয়ার্ড সেট করেন বিপুল পরিমাণ জনগণ। কিন্তু দুঃখের বিষয় হল এই ধরনের পাসওয়ার্ড গুলো খুব সহজেই আন্দাজ করে নেওয়া যায়। ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না।

তাই এমন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করুন যেগুলো সহজে আন্দাজ করা সম্ভব হয় না কারোর পক্ষে। বিশেষ করে আপনার চেনাজানা কারোর পক্ষে।পাসওয়ার্ড ব্যবহার করতে গিয়ে তার মধ্যে যেমন নাম্বার ব্যবহার করুন, তার সাথে ব্যবহার করুন লেটারস, ব্যবহার করুন ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। তারই মধ্যে রাখুন বিশেষ বিশেষ কিছু চিহ্ন। ব্যবহার করুন যেমন হ্যাশট্যাগ, পার্সেন্টেজ, ফুলস্টপ, এক্সক্লামাটরি সাইন ইত্যাদি।

এই সমস্ত কিছু মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করলে সেই পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই এখুনি এই বিষয়ে সচেতন হয়ে যান। আর বেঁচে যান পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা থেকে। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে