33W ফাস্ট চার্জিং সহ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 11T 5G স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট বিস্তারিত ভাবে

দীর্ঘ প্রতীক্ষার পর Xiaomi সংস্থা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Redmi Note 11T স্মার্টফোন। কোম্পানির তরফ থেকে কনফর্ম করে জানানো হয়েছে স্মার্টফোনটিতে 33W ফাস্ট চার্জিং উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট সহ সমস্ত কিছু। 

Redmi Note 11T 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

আমরা জানি গত মাসেই চিনে Redmi Note 11 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। মনে হচ্ছে এই স্মার্টফোনের মধ্যেও থাকতে পারে তেমনই কিছু ফিচার্স। স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.6-Inch FHD+ LCD Display। একই সাথে পাবেন 90Hz Refresh Rate। এছাড়াও ডিভাইসটি MIUI 12.5 Based Android 11 উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। 

জেনেনিন : আপনার Facebook, Twitter, Instagram ইত্যাদির পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা খুব সহজেই বুঝে নিন এইভাবে! Google Chrome নিয়ে এল নতুন Password Checker

সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি 6nm Fabrication Process-এ তৈরি Octa-Core MediaTek Dimensity 810 SoC দ্বারা পরিচালিত হবে। একই সঙ্গে থাকছে 50MP Rear Camera এবং Ultra-Wide-Angle Lens। ব্যাটারি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই স্মার্টফোনে থাকছে 5,000mAh ব্যাটারি। বাকি সমস্ত ফিচার্স লঞ্চের পরেই জানা সম্ভব হবে।

দাম কত হতে চলেছে?

স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে 6GB+64GB, 6GB+128GB এবং 8GB+128GB। স্মার্টফোনের বেস মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় প্রায় 16,999 টাকা এবং মনে করা হচ্ছে 8GB মডেলটি পেয়ে যাবেন 19,999 টাকাতে।

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। লঞ্চ ডেট হিসাবে নির্ধারণ করা হয়েছে এই মাসের 30 তারিখ।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে