Google Play Store থেকে বাদ গেল এই তিনটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশন, এক্ষুনি রিমুভ করে দিন আপনার স্মার্টফোন থেকে, চুরি করে নিচ্ছে আপনার ছবি ও টাকা

Google Play Store Uninstall These Apps

মাঝে মাঝেই এই ধরনের ক্ষতিকারক এপ্লিকেশন গুগল প্লে স্টোর (Google Play Store)-এর মধ্যে পাওয়া যায়, যে অ্যাপ্লিকেশন গুলো কোন না কোনভাবে আমাদের ক্ষতি করেই যাচ্ছে। অ্যাপ্লিকেশনগুলোর কাজ আলাদা রকমের বলে ক্লেম করা হলেও, প্রকৃতপক্ষে আড়ালে লুকিয়ে লুকিয়ে এরা আলাদা কাজ করে যায় এবং আমাদের ক্ষতিসাধন করে যায়। 

মাত্র কয়েক দিন আগেই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত এক Application-এর খোঁজ পাওয়া গিয়েছিল Google Play Store-এ। আর এবার গুগল প্লে স্টোর থেকে এই রকমই তিনটে ক্ষতিকারক অ্যাপ্লিকেশন কে বাদ দেওয়া হল অতিসম্প্রতি। আর গুগল (Google) অনুরোধ করেছে এই ধরনের ক্ষতিকারক অ্যাপ্লিকেশন যদি আপনার স্মার্টফোনে ইনস্টল থাকে তাহলে এক্ষুনি সেগুলিকে আনইন্সটল করে দিতে।

কোন কোন ক্ষতিকারক অ্যাপ্লিকেশন রিমুভ করা হয়েছে গুগল প্লে স্টোর থেকে?

এখনো পর্যন্ত তিনটে ক্ষতিকারক অ্যাপ্লিকেশন কে রিমুভ করে দিয়েছে গুগল। এগুলো হল ফটো এডিটর (Photo Editor), ব্লেন্ডার ফটো এডিটর-ইজি ফটো ব্যাকগ্রাউন্ড এডিটর (Blender Photo Editor-Easy Photo Background Editor) এবং পিকস ফটো এডিট 2021 (Pics Photo Motion Edit 2021)। 

এই বিষয়ে বিস্তারিত প্রথমে খোঁজ পেয়েছে ক্যাসপারস্কি। তারা জানিয়েছে এই তিনটি অ্যাপ্লিকেশন ফেসবুকের লগইন আইডি ব্যবহার করে লগইন করতে দিত ইউজারদের। তবে এই লগইন করতে দিয়ে প্রকৃতপক্ষে হাতিয়ে নিতো ইউজারদের লগইন ক্রেডেনশিয়ালস। অর্থাৎ আপনি বুঝে ওঠার আগেই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। কারণ ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করাতে তাদের কাছে সেভ হয়ে যাচ্ছিল আপনার সমস্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড। 

জেনেনিন : মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হবে পাথরের স্যাম্পেল, প্রথম পদক্ষেপ কমপ্লিট, আশায় বুক বাঁধছে NASA

শুধু মাত্র এখানেই থেমে থাকছিল না এদের কুকীর্তি। তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসও অ্যাক্সেস করেন নিতো। তাহলে বুঝতেই পারছেন কী ধরনের ক্ষতি সাধন সম্ভব এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে! 

তাই অবশ্যই এই ক্ষতিকারক এপ্লিকেশন গুলোকে আপনার স্মার্ট ফোন থেকে আনইন্সটল করে দিন। গুগল প্লে স্টোরে যদিও এই অ্যাপ্লিকেশন গুলি উপলব্ধ নেই। তবে অ্যাপ্লিকেশন গুলো ভালো রকমই জনপ্রিয় ছিল সকলের কাছেই। তাই আপনার প্রিয়জনদের কারোর কাছে যদি অ্যাপ্লিকেশন গুলো থাকে তাঁদেরকেও আনইন্সটল করে দিতে অনুরোধ করুন। যেকোনো এপ্লিকেশন ইন্সটল করার আগে বেশ কিছু সাবধানতা মেনে চলতে হয়। সেগুলিকে অবশ্যই জেনেনিন। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।