শীঘ্রই Nothing নিয়ে আসছে আরও বড়ো চমক! তৈরি থাকুন এই দুটি প্রোডাক্টসের জন্য

Nothing Carl Pei

ওয়ানপ্লাস এর Co-Founder Carl Pei যখন OnePlus ছেড়ে তার নাথিং (Nothing) কোম্পানি লঞ্চ করেছিল তখন চারিদিকে হইচই পড়ে গিয়েছিল প্রচণ্ড রকমের। তারপর তারা প্রথম তাদের TWS Earbuds নিয়ে আসে। ইউনিক ডিজাইনের জন্য এবং তার সাথে কম দামে দুর্দান্ত সমস্ত স্পেসিফিকেশনস নিয়ে সেই Ear 1 নজর কেড়েছিল সকলেরই। এবার নাথিং নিয়ে আসতে চলেছে আরও বড় এক চমক। তারা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের প্রথম স্মার্টফোন। আর তার সাথে নিয়ে আসছে তাদের পাওয়ার ব্যাংকও।  

Nothing খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের স্মার্টফোন

কার্ল পেই নাথিং ঘোষণা করার কিছু দিনের মধ্যেই বর্তমানে বন্ধ হয়ে যাওয়া স্মার্টফোন ব্র্যান্ড Essentials কিনে নিয়েছিল তারা। তখন থেকেই মনে করা হচ্ছিল ভবিষ্যতে হয়তো স্মার্টফোনও নিয়ে আসবে তারা। অর্থাৎ বর্তমানে তারা এসেন্সিয়াল এরই ট্রেডমার্ক লোগো সমস্ত কিছু ব্যবহার করার জন্য আইনত ভাবে প্রস্তুত হয়েই রয়েছে। আর সমস্ত কিছু মিলিয়ে শোনা যাচ্ছে নাথিং এর স্মার্টফোন 2022 সালের প্রথমদিকেই লঞ্চ করা হবে। 

জেনেনিন : Google Play Store থেকে বাদ গেল এই তিনটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশন, এক্ষুনি রিমুভ করে দিন আপনার স্মার্টফোন থেকে, চুরি করে নিচ্ছে আপনার ছবি ও টাকা

এই বিষয়ে হিন্টস পাওয়া গেছে টিপস্টার মুকুল শর্মার কাছ থেকে। এমনকি মনে করা হচ্ছে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হবে এই স্মার্টফোনে। কারণ অতি সম্প্রতি Qualcomm ঘোষণা করে দিয়েছে Nothing-এর সাথে পার্টনারশিপের কথা। তবে চমকের এখানেই শেষ থাকছে না। এই স্মার্টফোনের সাথে নাথিং তাদের পাওয়ার ব্যাংক নিয়ে আসবে, এমনটাই শোনা যাচ্ছে। আর এই পাওয়ার ব্যাংকের নাম হবে নাথিং পাওয়ার ওয়ান (Nothing Power 1)। এখনো পর্যন্ত স্মার্টফোন বা পাওয়ার ব্যাংক সম্পর্কে কোন তথ্যই অফিশিয়ালি জানানো হয়নি। 

তবে Nothing লাভাররা ইতিমধ্যেই উৎসাহী হয়ে রয়েছে এই প্রোডাক্টস গুলি নিয়ে। নাথিং এর ইতিমধ্যেই লঞ্চ করে দেওয়া TWS Earbuds-এর মত এই স্মার্টফোন আর পাওয়ার ব্যাংকও কি স্বচ্ছ হবে? থাকবে কি দুর্দান্ত স্পেসিফিকেশন্স? সময়ই দেবে তার উত্তর। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না।