International Space Station-এ পাঠানো হল পুচকু রোবটকে, নাম AstroBee, পাকা হাতে এস্ট্রনট দের অনেক কাজ সামলে দেবে এই রোবট

AstroBee NASA International Space Station
NASA Astronaut Megan McArthur with an AstroBee (Image Credit : NASA)

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station) পৃথিবীপৃষ্ঠ থেকে 408 কিলোমিটার উপরে পৃথিবী কে আবর্তন করে চলেছে। এই বিজ্ঞানের বিস্ময়ের মধ্যেই এস্ট্রনটরা একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সেই স্পেস স্টেশনে মেনটেনেন্স সম্পর্কিত কাজকর্ম করতে বা এই ধরনের রুটিন মাফিক কাজকর্ম সেরে ফেলতে নতুন এক রোবট পরীক্ষামূলক ভাবে পাঠানো হয়েছে নাসার পক্ষ থেকে। এই রোবটের নাম AstroBee।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হল পুচকু রোবটকে 

তবে পুচকু হলেও এই রোবটের কাজকর্ম আপনাকে হতবাক করে দেবে। জানা যাচ্ছে এই রোবটের কাজ অনেক। স্পেস স্টেশনে মহাকাশচারীদের যেমন নানান পরীক্ষা-নিরীক্ষা চালাতে হয়, তার সাথে নিজেদের স্বাস্থ্যের দিকে প্রচণ্ড রকম ভাবে নজর দিতে হয়। আর সাথেই নজর দিতে হয় স্টেশনের স্বাস্থ্যের প্রতিও। তাই প্রায় সবসময়ই স্পেস স্টেশনের ওপর রুটিনমাফিক পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। 

এই কাজ করতে গিয়েই কিছু হিউম্যানলি কাজকর্ম করতে সমস্যায় পড়তে হয় মহাকাশচারীদের। এবার এই রুটিন মাফিক কাজ গুলো করতে সাহায্য করবে এই AstroBee। যার ফলে আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাজ কর্মে মনোযোগ দিতে পারবেন মহাকাসচারীরা। মহাকাশচারীরা যখন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তখন এই রোবট গুলি সেই এক্সপেরিমেন্ট ডকুমেন্ট করতে সাহায্য করবে। 

জেনেনিন : মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হবে পাথরের স্যাম্পেল, প্রথম পদক্ষেপ কমপ্লিট, আশায় বুক বাঁধছে NASA

এর মধ্যেই লাগানো রয়েছে ক্যামেরা। যেগুলো এই ডকুমেন্ট প্রসেসে সাহায্য করবে। এমনকি স্টেশনের এক জায়গা থেকে অন্য জায়গায় কার্গো সরিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে এই AstroBee। এরমধ্যে ছোটখাটো রিসার্চও করে নেওয়া যাবে। এই রোবটের সাইজ ছোট্ট একটি টোস্টারের মতো। চওড়া মাত্র 12.5 ইঞ্চি। এর মধ্যে লাগানো রয়েছে ইলেকট্রিক ফ্যান। যার সাহায্যে খুব সুন্দর ভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর মাইক্রোগ্রাভিটি অবস্থাতেও ভেসে বেড়াতে পারে এরা। 

এমনকি এরমধ্যে পার্চিং আর্মও রয়েছে। যার সাহায্যে কোন জিনিস প্রয়োজন পড়লে ধরে আটকেও থাকতে পারবে এই পুচকু রোবট। সাশ্রয় হবে পাওয়ারের। এই রোবট গুলিকে দূর থেকেও কন্ট্রোল করা যাবে। রিমোট কন্ট্রোলের সাহায্যে অ্যাস্ট্রোনটরা এদেরকে দিয়ে যেকোনো কাজ করিয়ে নিতে পারবেন। এমনকি নাসার বিজ্ঞানীরাও পৃথিবীপৃষ্ঠ থেকে কাজ করিয়ে নিতে পারবেন এদের দিয়ে। এরকমই তিনটে রোবটকে স্পেস স্টেশনে পাঠানো হয়েছে।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।