মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হবে পাথরের স্যাম্পেল, প্রথম পদক্ষেপ কমপ্লিট, আশায় বুক বাঁধছে NASA

perseverance rover collects first ever martian sample will be brought back to earth

নাসার Perseverance রোভার ইতিমধ্যেই মঙ্গল গ্রহে একের পর এক অসাধ্য সাধন করে চলেছে। এবার আরও এক ইতিহাসের সূচনা করলো এই Perseverance রোভার। 

মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হবে রক স্যাম্পেল

সেপ্টেম্বরের 1 তারিখেই এই রোভারের রোবোটিক আর্ম ছড়িয়ে দেওয়া হয় ফোল্ডিং অবস্থা থেকে। এই আর্মের উদ্দেশ্য একটাই, আরও ভালো ভাবে লাল গ্রহের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া, আর সেখান থেকে স্যাম্পেল সংগ্রহ করা। এবার সেই আর্মেরই মধ্যে থাকা বিশেষ যন্ত্রের সাহায্যে সন্নিহিত এক পাথরে একটি ছোট গর্ত করে সেই পাথরের স্যাম্পল কালেক্ট করল পার্সিভারেন্স।  

মাত্র দু ইঞ্চির গর্ত করা হয়েছিল এবং উদ্দেশ্য ছিল একটাই … (Image Credit : NASA)

মাত্র দু ইঞ্চির গর্ত করা হয়েছিল এবং উদ্দেশ্য ছিল একটাই স্যাম্পল কালেক্ট করা। যা সফলভাবে সম্পাদন করে Perseverance Rover-এর মধ্যে থাকা বিশেষ এক টাইটানিয়াম টিউবে সংরক্ষণ করে রাখা হয়। ইতিহাসে এটাই প্রথম কোন এক রোভার অন্য গ্রহ থেকে এমন কোন পাথরের স্যাম্পেল কালেক্ট করে রাখল। যেটাকে আবার ভবিষ্যতে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। আর এটাই নাসার পরবর্তী চ্যালেঞ্জ। 

জেনেনিন : International Space Station-এ পাঠানো হল পুচকু রোবটকে, নাম AstroBee, পাকা হাতে এস্ট্রনট দের অনেক কাজ সামলে দেবে এই রোবট

জানা যাচ্ছে বেশ কয়েকটা মিশনের সাহায্য নিয়ে Perseverance-এর সংগ্রহ করা এই ধরনের বহু স্যাম্পেল পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করবে নাসা। যার জন্য কাঠ খড় ভালোই পোড়াতে হবে নাসা কে। বেশ কিছু মহাকাশযানের লঞ্চ করার প্রয়োজনও পড়বে।  

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এই Perseverance রোভার মঙ্গলের বুকে কোন এক সময় জলের উপস্থিতির প্রমাণ করেছিল। সারা বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিলো তখনই। তার পরই তার এই সফলতা। এবার এই স্যাম্পেল নিয়ে বিজ্ঞানীদের চেষ্টা একটাই, সেগুলিকে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীকে নিয়ে এসে আরও এনালিসিস করে দেখা। মঙ্গল গ্রহের বুকের প্রাণের উপস্থিতি এই স্যাম্পেল থেকে পাওয়া যায় কিনা সেটাও বিজ্ঞানীরা দেখবেন। দেখা হবে সেগুলির মধ্যে কোনরকম ফসিলাইজড অর্গানিক ম্যাটার অথবা অন্য কোন ধরনের মাইক্রোবাল লাইফ রয়েছে কিনা।

1980 সাল থেকেই এই ধরনের মিশন সাকসেসফুল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নাসা। অবশেষে পার্সিভারেন্সের এই ছোট্ট সফলতার সাথে সাথেই এই বিশাল চ্যালেঞ্জে আরো অগ্রসর হওয়ার স্বপ্নে বুক বাঁধছেন নাসা সাইন্টিস্টরা। কিভাবে সাকসেসফুল হবে এই মিশন? দেখেনিন এই বিষয়ে করা NASA-র কন্সেপচুয়াল এনিমেশন-

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।