মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেল Perseverance, তাহলে কি ছিল প্রানও?

perseverance rover found important evidence about the presence of water in mars
Image of Mars Captured by Perseverance Rover (Image : NASA)

গত বছর জুলাই 30 তারিখে নাসা লঞ্চ করেছিল Perseverance রোভারকে। দীর্ঘ 203 দিনের যাত্রা পথ পেরিয়ে এই বছরেরই ফেব্রুয়ারীর 8 তারিখে মঙ্গলে পদার্পণ করে সেটি। এবং বর্তমানে সেটা মঙ্গলের Jezero Crater-এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। আর এই পরীক্ষা-নিরীক্ষার ফলস্বরূপ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে সে।

মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেল Perseverance রোভার

ছয় চাকা যুক্ত এই Perseverance রোভার জানাচ্ছে বহু বছর আগে মঙ্গল গ্রহে এক সময় জল ছিল। মঙ্গল গ্রহের এই Jezero Crater থেকে যা ছবি বা তথ্য পাঠিয়েছে Perseverance Rovar তা থেকে এই বিষয়টা পরিষ্কার যে আজ থেকে কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে ভালোরকম জলের উপস্থিতি ছিল।  

শুধুমাত্র তাই নয়, এই Jezero Crater এর মধ্যে এক সময় বড় বড় নদী এসে মিলিত হত। আর সেই নদী বয়ে নিয়ে আসতে পাথরকুচি আর বড় বড় পাথরের খন্ড। যেগুলো সেই হ্রদের বুকেই অবস্থান করছে এখন। 

জেনেনিন : Spotify ব্যবহার করেন? দিওয়ালি উপলক্ষে দুর্দান্ত ডিসকাউন্টে এক বছরের জন্য প্রিমিয়াম প্ল্যান নিয়ে চলে এসেছে তারা, মিস করলে লস

তবে এখনো বিজ্ঞানের বিস্ময় এই Perseverance এর পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়নি। দীর্ঘদিন ধরে এই Jezero Crater-এর বক্ষে থেকে সংগ্রহ করে যাবে পাথরের টুকরো। এবং বিজ্ঞানীরা অ্যানালিসিস করবে সে গুলোকে। যা থেকে বোঝা যাবে এই জলের উপস্থিতির সাথেই মঙ্গলে একসময় প্রাণের অস্তিত্বও ছিল কিনা। 

নাসা যখন তাদের Mars 2020 মিশনের অধীনে এই Perseverance রোবটকে মঙ্গলপৃষ্ঠে পাঠিয়েছিল তখন থেকেই এই মিশনের উদ্দেশ্য ছিল দুটিই। প্রথমত, মঙ্গল গ্রহের প্রাচীন প্রাণ সম্পর্কে ধারণা সংগ্রহ করা এবং তার সাথে সেই গ্রহের পাথর এবং মাটির স্যাম্পেল সংগ্রহ করা। 

আর সম্ভব হলে সেগুলোর পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন নাসা। সেই উদ্দেশ্যেই অনেকটা অগ্রসর হয়েছে পার্সিভারেন্স তাতো নিশ্চিতভাবেই বলা যায়। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।

প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।