সাবধান! জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া গেল গুগল প্লে স্টোরে, ক্ষতি হয়ে যেতে পারে আপনার

jaish e mohammed linked mobile app active on google play store beware
প্রতীকী ছবি

গুগল প্লে স্টোরে নিত্যনতুন অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই এবং প্রয়োজন পড়লে সেই সমস্ত এপ্লিকেশন গুলোকে আমরা ব্যবহার করতে থাকি নির্দ্বিধায়। তবে এই অ্যাপ্লিকেশন থেকেই অতি সম্প্রতি একের পর এক বিপদ ঘনিয়ে এসেছে। এবার এমনই এক নতুন অ্যাপ্লিকেশন এর খোঁজ পাওয়া গেছে গুগল প্লে স্টোরে যার সাথে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের লিংক রয়েছে। এমনটাই জানাচ্ছে Innefu Labs। 

গুগল প্লে স্টোরে পাওয়া গেল জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের 

গুগল প্লে স্টোরে (Google Play Store) এর আগে অনেক রকমের ক্ষতিকর অ্যাপ্লিকেশনের খোঁজ পাওয়া গেছে। গুগল তৎক্ষণাৎ সেই এপ্লিকেশন গুলোকে রিমুভ করে দিয়েছে ইউজারদের সিকিউরিটির কথা ভেবে। কিন্তু জানা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা এখনও বহাল তবিয়তে রয়েছে গুগল প্লে স্টোরে। 

অ্যাপ্লিকেশনটির নাম Achi Bateen! আদতে এটা একটা এডুকেশনাল অ্যাপ্লিকেশনের ছদ্মবেশে গুগল প্লে স্টোরে বর্তমানে রয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ইসলামিক কোটস থেকে শুরু করে ইসলামিক বিষয় সংক্রান্ত শিক্ষার প্রদান করে এই অ্যাপ্লিকেশনটি। কিন্তু একটু ভালোভাবে অ্যানালিসিস করলেই দেখা যাচ্ছে এই অ্যাপের কনটেন্ট এর সাথে লিংক রয়েছে এমন কনটেন্টের যেগুলো জইশ-ই-মোহাম্মদ সাথে সম্পর্কযুক্ত।

গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন থেকে লঞ্চ করা হয়েছে 2020 সালের ডিসেম্বরের 4 তারিখে। এখনো পর্যন্ত পাঁচ হাজারের বেশি ডাউনলোড করা হয়ে গেছে অ্যাপ্লিকেশনটিকে। অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন ইসলামিক বিষয়ে শিক্ষাদান সংক্রান্ত অনেক বইয়ের লিংক রয়েছে, রয়েছে নানান ম্যাসেজের লিংক। কিন্তু দেখা যাচ্ছেএই অ্যাপ্লিকেশনের সাথেই আবার এমন একটি ব্লগ হাইপারলিংক করা রয়েছে। যেটা মাসুদ আজহারের লেখা থেকে শুরু করে, তার বই তার ভয়েস রেকর্ডিং সমস্ত কিছুকেই প্রমোট করে চলেছে। যা রীতিমতো ভীতিপ্রদ বলেই মনে করছে সকলে। 

জেনেনিন : Gaming করতে ভালোবাসেন? গেমিং রেকর্ডিং থেকে লাইভ স্ট্রিমিং, এই দুর্দান্ত Gaming Smartphone গুলি মিস করবেন না

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এপ্লিকেশনের ক্ষতিকর দিক। এপ্লিকেশনটা ইন্সটল করার পর যে পারমিশন গুলো নিয়ে কাজ করার কথা সেই পারমিশনের তুলনায় বেশিমাত্রায় একসেস নিয়ে নিচ্ছে ইউজারদের কাছ থেকে। তারা সংগ্রহ করে নিচ্ছে আপনার জিপিএস লোকেশন। অর্থাৎ আপনার একজ্যাক্ট লোকেশন বুঝে নেওয়ার ক্ষমতা রাখে অ্যাপ্লিকেশনটি।

তার সাথে আপনি লোকেশন বন্ধ করে দিলেও অটোমেটিক সেই লোকেশন অন করে রাখার ক্ষমতাও রাখে এই অ্যাপ্লিকেশন। আপনার স্মার্টফোনের স্টোরেজ, মিডিয়া ফাইল এবং অন্যান্য ফাইলও একসেস করে নিচ্ছে এই অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার ফোনে রাখা ফটো, ভিডিও বা যাবতীয় গুরুত্বপূর্ণ ফাইলস নিয়ে নেওয়ার ক্ষমতাও রাখে এই App। তাই অবশ্যই এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকুন। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।