26 টি ক্ষতিকারক Applications কে Google Play Store থেকে Remove করল গুগল, এরা লুকিয়ে লুকিয়ে সরিয়ে নিচ্ছিল টাকা, আপনার ফোনে ইন্সটল নেই তো?

Google Play Store Uninstall These Apps

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে ক্ষতিকারক অ্যাপ্লিকেশনের উপস্থিতি আমাদের মহা সমস্যায় ফেলে। আর এবার এমনই ক্ষতিকারক 26 টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কে গুগল তাদের প্লে স্টোর থেকে রিমুভ করে দিল। এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে ক্ষতিকারক Grifthorse Android Trojan ছিল। যা লুকিয়ে নানা রকম ফন্দি ফিকির বার করে আমাদের স্মার্টফোন থেকে হাতিয়ে নিতো টাকা।

তাই অবশ্যই আপনার স্মার্টফোনের যদি এই অ্যাপ্লিকেশনগুলি ইন্সটল করা থাকে এক্ষুনি আন ইন্সটল করে দিন। না হলে কিছু বুঝে ওঠার আগেই আপনারা অনেক টাকার ক্ষতি হতে পারে। 

এখুনি Uninstall করে দিন এই ক্ষতিকারক Applications গুলি

দিনের পর দিন যত অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের পরিমাণ বেড়ে চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই প্লাটফর্মে থেকে হ্যাকিং এর পরিমানও। গুগল (Google) সম্প্রতি এমনই 26 টি ক্ষতিকারক এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের খোঁজ পেয়েছে তাদের প্লে স্টোরে। যেগুলো লুকিয়ে লুকিয়ে এই কাজটাই করে চলেছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে পারে জিম্পেরিয়াম নামে এক সাইবার সিকিউরিটি কোম্পানি এবং তারা এই বিষয়ে জানায় গুগলকে। আর তার পরই তড়িঘড়ি ব্যান করে দেওয়া হয় এই এপ্লিকেশন গুলোকে।  

সবথেকে অবাক করা বিষয় হল এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত ডাউনলোড রয়েছে এই ক্ষতিকারক অ্যাপ্লিকেশন গুলির। কোন কোন অ্যাপ্লিকেশনে তারই মধ্যে রয়েছে 10 লাখ ডাউনলোড এর পরিমাণও। তাই এই অ্যাপ্লিকেশন গুলোকে ভাল করে খেয়াল করুন। এগুলো যদি আপনার স্মার্টফোনে ইন্সটল করা থাকে তাহলে এক্ষুনি আনইন্সটল করে দিন।  

জেনেনিন : স্মার্টফোন কিনতে চান? Amazon-এ এই স্মার্টফোন গুলিতে পাবেন দুর্দান্ত ডিসকাউন্ট, মিস করলে আর পাবেন না

অ্যাপ্লিকেশন গুলো হল- Handy Translator Pro, Launcher iOS 15, Lifeel – scan and test, Fingerprint Defender, Bus Driving Simulator, Phone Finder by Clapping, OFFRoaders – Survive, CutCut Pro, Smart Spot Locator, Heart Rhythm, Safe Lock, Amazing Video Editor, What’s Me Sticker, Keyboard Themes, Slime Simulator, Racers Car Driver, Instant Speech Translation, Call Recoder Pro, Fingerprint Changer, Locker Tool, Free Translator Photo, Bus – Metrolis 2021, My Chat Translator, iCare – Find Location, Geospot: GPS Location Tracker ও Heart Rate and Pulse Tracker!

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এর আগেও আমরা বহুবার ক্ষতিকারক ট্রোজানের সম্মুখীন হয়েছি। এবং এই বিষয়ে প্রতিবারই আমরা আপনাদের সচেতন করে দিয়েছি। তএই এবারও এই Applications আপনার স্মার্টফোনে আছে কিনা খেয়াল করে দেখুন ও সঠিক সিদ্ধান্ত নিয়ে Uninstall করে দিন। 

অবশ্যই এই লিস্ট শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর তাদেরকেও সচেতন করে তুলুন, বিপদ থেকে বাঁচান।