স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করছেন? এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন, নাহলে বিপদ

things you must remember before installing an application

আমরা প্রত্যেকেই এখন বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমাদের স্মার্টফোন ইন্সটল (Install) করে থাকি। কিন্তু তবুও সামান্য কিছু সচেতনতার অভাবে এই অ্যাপ্লিকেশনগুলো থেকে আমাদের বিপদ হতে পারে। অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে সব সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। অবশ্যই সেই সমস্ত বিষয় গুলো জেনে নিন।

অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন 

1. আমাদের স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ইন্সটল করতে গিয়ে আমরা সবাই প্রথমেই একটা ভুল করে থাকি। তা হল অফিশিয়াল কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড না করা। আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন শুধুমাত্র গুগল প্লে স্টোর (Google Play Store) অথবা অ্যাপেলের অ্যাপস্টোর (App Store) থেকেই ডাউনলোড করুন। এদের নিজস্ব সিকিউরিটি লেয়ার্স থাকে। যার ফলে স্পামিং, ম্যালওয়ার বা ক্ষতিকর অ্যাপ্লিকেশন লোকেট করা অনেকটাই সহজ হয়ে যায়। 

2. থার্ড পার্টি কোন ওয়েবসাইট থেকে দয়া করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। এই ধরনের অ্যাপ্লিকেশন অনেক সময় স্পাইওয়্যার (Spyware) ও ম্যালওয়ার (Malware) নিয়ে আসে। যার ফলে বিপদে পড়তে হয় শেষ পর্যন্ত আমাদেরই। সামান্য কিছু সুবিধার জন্য থার্ড পার্টি জায়গা থেকে App ডাউনলোড করে মারাত্মক বিপদে পড়ার থেকে আগেই সাবধান হয়ে যাওয়া অনেক ভালো। 

3. অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় বা তখন যদি খেয়াল নাও থাকে। তাহলেও অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করার পর ভালো করে খেয়াল করুন সেই অ্যাপ্লিকেশন কোন কোন পারমিশন (App Permission) চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আমরা সকলেই ইগনোর করে যায়।

যদি অ্যাপ্লিকেশনের কাজ এক হয় অথচ অন্য ধরনের পারমিশন চেয়ে নেয়। তাহলে দয়া করে সেটা দেবেন না। মনে করুন অ্যাপ্লিকেশন এর কাজ ছবি আঁকা। কিন্তু অ্যাপ্লিকেশন আপনার ফোন, এসএমএস একসেসের পারমিশন নিয়ে নিচ্ছে। তাহলে দয়া করে সে আপ্লিকেশন ব্যবহার করবেন না।অ্যাপ্লিকেশনের পারমিশন সম্পর্কে সচেতন হন। এটা থেকে অনেক বিপদ ঘনিয়ে আসতে পারে। 

জেনেনিন : এগুলি কখনই গুগল সার্চ করবেন না, এই ধরনের Google Search আপনাকে বিপদে ফেলতে পারে

4. আমরা অনেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের স্মার্টফোনে স্টোরেজ ভর্তি (Storage Full) করে ফেলি। যেটা পরবর্তীকালে আমাদের স্মার্টফোনকে স্লো করে দেয়। আমরা ঠিকঠাক পারফরম্যান্স পাইনা আমাদের স্মার্টফোন থেকে। সেই কারণে শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন গুলো আপনার প্রয়োজন সেগুলো কেই ডাউনলোড করুন। 

এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেগুলো মাত্র সামান্য কিছু প্রয়োজনে আমরা ডাউনলোড করি। এবং কিছুক্ষণ পরই সেই প্রয়োজন মিটে যায়। তাহলে দয়া করে যে অ্যাপ্লিকেশনগুলো কে আর স্মার্টফোনে রেখে দিয়ে স্মার্টফোনকে ব্লক করে তুলবেন না। আনইন্সটল করে দিন। প্রয়োজন হলে আবার ইন্সটল করার অপশন তো আছেই। 

5. কিছু কিছু খুব বড় সাইজের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ফোনে অনেক সময় সমস্যা সৃষ্টি করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপ্লিকেশন গুলো এই দলেই পড়ে। সেই জন্যই এদের লাইট ভার্সন (Lite Version) রিলিজ করা হয়েছে। 

যেগুলো অপেক্ষাকৃত হালকা এবং অনেক সুবিধা পাওয়া যায়। সেগুলোর মধ্য থেকে যদি বড় অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন না হয়। তাহলে দয়া করে লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। ফোনে স্টোরেজ বাঁচাবে। আপনার ফোন স্লো হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। 

6. কোনো অ্যাপ্লিকেশন বেশি কিছু অ্যাডভান্টেজ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে? দয়া করে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে সে অ্যাপ্লিকেশনের রেটিং দেখে নিন। দেখে নিন এপ্লিকেশনের ইউজারদের রিভিউ। যদি এর মধ্যে খারাপ কিছু পান অ্যাপ্লিকেশন এড়িয়ে যাওয়াই ভালো।

7. বর্তমান সময়ে আমরা ব্যাংকিং রিলেটেড যাবতীয় কাজকর্ম আমাদের স্মার্টফোনেই সেরে নিই। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় সচেতন থাকুন। এখন খুব সহজেই ফেক অ্যাপ্লিকেশন তৈরি করে নেওয়া যায়। একই রকম দেখতে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন তৈরি করে তা দিয়ে প্লে স্টোর অ্যাপ স্টোরে সিকিউরিটিকে ফাঁকি দেওয়ার নিদর্শন আমরা অনেক দেখেছি। 

জেনেনিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

তাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় একটু যত্নবান হন। খেয়াল করে দেখুন সেই অ্যাপ্লিকেশন এর সমস্ত বানান ঠিক আছে কিনা। এবং অ্যাপ্লিকেশনের ছবিটিও যথাযথ কিনা দেখে নিন। সামান্য বানানের হেরফের করে দিয়ে অ্যাপ্লিকেশন রিলিজ করে ফায়দা লোটার নিদর্শন গুনে শেষ করা যাবেনা। তাই একটু সাবধানতার জোরে বেঁচে যেতে পারে আপনার প্রাইভেসি। এই বিষয়ে অবশ্যই সচেতন থাকুন।

7. ফ্রিতে পাওয়া ক্রাক অ্যাপ্লিকেশনের প্রতি আমাদের সকলেরই আকর্ষণ তাকে একটু বেশিই। খুব সহজে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিয়ে প্রিমিয়াম অ্যাপ এর মত ফায়দা লোটা যায়। অথবা পাওয়া যায় এড ফ্রি এক্সপেরিয়েন্স। দেখা যায় পছন্দের মুভি সম্পূর্ণ বিনামূল্যে। সাবধান, একটা কথা ভালোভাবে খেয়াল করে রাখুন। এর ফলে আপনার স্মার্টফোন যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। হতে পারে রানসামওয়ার (Ransomware) এটাক। অর্থাৎ আপনার ফোনের যাবতীয় ফটো, ভিডিও এনক্রিপ্ট করে দিয়ে চাওয়া হতে পারে টাকা। তাই এই ধরণের কাজ করা থেকে বিরত থাকুন। 

স্মার্টফোনের অ্যাপ ইনস্টল করার সময় অবশ্যই এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখুন। আর সচেতন থাকুন। আর্টিকেলটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। তাদেরকেও এই বিষয়ে সচেতন করে দিন আর শ্রেষ্ঠ থাকুন।