আজ থেকে শুরু হচ্ছে OnePlus Nord CE 5G এর ওপেন সেল, কিভাবে কিনবেন? কি অফার রয়েছে? জেনে নিন বিস্তারিত

oneplus nord ce 5g open sale starts today check out launch offer specifications

মাত্র কয়েক দিন আগেই OnePlus লঞ্চ করে দিয়েছে তাদের 5G স্মার্টফোন। যার নাম OnePlus Nord CE 5G। এর মধ্যে দারুন স্পেসিফিকেশন্স রয়েছে। আজ থেকে শুরু হচ্ছে এই স্মার্টফোনের প্রথম সেল। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের প্রথম সেল সম্পর্কে। সাথে দেখে নেব এর লঞ্চ অফার, স্পেসিফিকেশন্স সমস্ত কিছু বিস্তারিতভাবে। 

কোথা থেকে কেন যাবে OnePlus Nord CE 5G?

OnePlus Nord CE 5G এর ওপেন সেল শুরু হবে আজ দুপুর 12 টা থেকে। কিনতে পারা যাবে আমাজন (Amazon India) এবং ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তার সাথে পাওয়া যাবে অফলাইন স্টোরেও। এটি একটি Open Sale অর্থাৎ স্টক ফুরিয়ে যাওয়ার কোন ভয় থাকবে না। আজ দুপুর 12 টার পর থেকেই আপনি যখন খুশি কিনতে পারবেন এই স্মার্টফোনটিকে। নিঃসন্দেহে এটাও খুব ভালো ব্যাপার। 

কি কি লঞ্চ অফার থাকছে স্মার্টফোনের?

আপনার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড (Credit Card) থাকে। তাহলে আপনি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ইএমআই ব্যবহারের ক্ষেত্রে 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। জিও তরফ থেকে 6,000 টাকা মূল্যের ডিজিটাল লাইফ বেনিফিট থাকছে।

এছাড়াও Amazon Pay-তে অ্যাডিশনাল 500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আজ এবং আগামীকালের জন্য। আর OnePlus Nord CE 5G আপনি কেনেন তাহলে আপনাকে 1TB ক্লাউড স্টোরেজ দেওয়া হবে।

OnePlus Nord CE 5G স্মার্টফোনটির দাম

তিনটি ভারিয়ান্টসে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। সেগুলি হল 6GB RAM-128GB স্টোরেজ, 8GB RAM-128GB স্টোরেজ এবং তার সাথে 12GB RAM-256GB স্টোরেজ। 6GB RAM-128GB স্টোরেজ ভারিয়ান্ট এর দাম রাখা হয়েছিল 22,999 টাকা। 8GB RAM-128GB স্টোরেজ এর দাম রাখা হয়েছিল 24,999 টাকা।

জেনেনিন : স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করছেন? এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন, নাহলে বিপদ

তার সাথে 12GB RAM ও 256GB স্টোরেজ ভারিয়ান্ট এর দাম রাখা হয়েছিল 27,999 টাকা। তবে 6GB RAM-128GB স্টোরেজ এই মুহূর্তে উপলব্ধ নেই। খুব শীঘ্রই এই বেস ভ্যারিয়েন্ট কেউ নিয়ে চলে আসা হবে।

দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশনস 

OnePlus Nord CE 5G এর মধ্যে পেয়ে যাবেন 6.43 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এর Refresh Rate 90 Hz এর। প্রসেসর হিসাবে থাকছে Qualcomm Snapdragon 750G প্রসেসর।

স্মার্টফোনে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা (Triple Camera) সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের।  তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের  ডেফথ সেন্সর রয়েছে। আছে 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আছে 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট।