কিছুদিন আগেই One plus Nord CE 5G স্মার্টফোনটির কথা সকলের সামনে প্রকাশ করেছে One Plus সংস্থা। সম্প্রতি ভারতের বাজারে দীর্ঘ প্রতীক্ষার পর কিছুক্ষণ আগেই লঞ্চ হয়ে গেল এই অসাধারণ স্মার্টফোনটি। তারই সাথে লঞ্চ হয়েছে OnePlus TV U1S। চলুন এক নজরে দেখে নেওয়া যাক OnePlus Nord CE 5G সম্পর্কে বিস্তারিত।
Table of Contents
OnePlus Nord CE 5G স্পেসিফিকেশন্স
স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.43-inch AMOLED Display। সাথে থাকছে 90Hz Refresh Rate। এরই সাথে আপনি পাবেন Qualcomm Snapdragon 750G Processor।
জেনেনিন : Realme Laptop এর সাথে নিয়ে আসছে Tab-ও, ফাঁস হয়ে গেল Realme Book ও Realme Pad এর ছবি
এবার আসা যাক ক্যামেরার ব্যাপারে! স্মার্টফোনটিতে থাকছে 64 MP প্রাইমারি ক্যামেরা, 8 MP Ultra Wide Lens এবং 2 MP Depth Sensor এর ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে 30W ফাস্ট চার্জার যুক্ত 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। এই স্মার্টফোনটিতে Warp Charge 30T Plus Charging Technology ইনক্লুড করা হয়েছে। যা নিঃসন্দে খুবই ভালো ব্যাপার। এছাড়াও রয়েছে In-Display Fingerprint এর সুবিধা।
কোন কোন কালার ভেরিয়েন্ট রয়েছে?
স্মার্টফোনটিতে থাকছে 3 টি Colour ভেরিয়েন্ট এর সুবিধা। রয়েছে Blue Void, Charcoal Ink এবং Silver Ray।
OnePlus Nord CE 5G এর দাম কত?
ভারতীয় মুদ্রায় One Plus CE 5G, 6GB+128GB-এর দাম 22,999 টাকা এবং 8GB+128GB-এর দাম 24,999 টাকা। এছাড়াও এর অন্য একটি ভেরিয়েন্ট 12GB+256GB-এর দাম 27,999 টাকা রাখা হয়েছে।
কোন Card এ Discount রয়েছে?
আপনি যদি একজন HDFC Bank এর গ্রাহক হয়ে থাকেন তবে সে ক্ষেত্রে আপনি 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন 10 শতাংশ ছাড়। এছাড়াও এই স্মার্টফোনটি কেনার পাশাপাশি OnePlus Buds Z এবং OnePlus Band এ পেয়ে যাবেন 500 টাকা অতিরিক্ত ছাড়।
জেনেনিন : Facebook এর Smart Watch-এ থাকবে পাগল করে ফিচার্স, উঠে আসছে অজানা তথ্য
সম্প্রতি আগামীকাল অর্থাৎ 11 June থেকেই OnePlus Nord CE 5G এর Pre-Orders শুরু হবে। এছাড়াও প্রথম 2000 জন OnePlus Store App এর মাধ্যমে pre-orders করলে পেয়ে যাবেন OnePlus Nord Handy Fanny Pack। স্মার্টফোনটি Open Sale হচ্ছে 16 June থেকে। আপনি স্মার্টফোনটি Retail Partners এবং Amazon থেকে কিনতে পারবেন।