Battlegrounds Mobile India খেলতে গেলে প্রয়োজন হবে OTP অথেন্টিকেশনের, জেনেনিন সমস্ত নিয়ম

battleground mobile india will require otp authentication here are all the rules

ক্রমশ এগিয়ে আসছে সেই দিন। সমস্ত স্পেকুলেশন্স যদি সত্যি হয় মনে করা হচ্ছে 18 তারিখেই লঞ্চ করা হতে চলেছে বহু প্রতীক্ষিত এই পাবজি মোবাইলের অল্টারনেটিভ গেমকে। এই গেম আর অন্য কিছুই নয় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। 

গেম নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হলেও মনে করা হচ্ছে এবার এসেই গেছে সেই সময়। আর ইতিমধ্যেই এই গেম সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আমরা জানতে পারছি। চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যগুলো। 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে করতে হবে OTP Authentication

ইতিমধ্যেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সাপোর্ট পেজে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। ক্রাফটন (Krafton) খুব ভালোভাবে বর্ণনা করে দিয়েছে OTP অথেন্টিকেশন এর ব্যাপারে সমস্ত কিছু। এই OTP ওথেন্টিকেশন করলে তবেই আপনি এই গেম কে উপভোগ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ওটিপি অথেন্টিকেশন এর নিয়ম। 

জেনেনিন : iPad কেন কিনবেন? কোন কোন কাজে আইপ্যাড আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে?

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এই গেম খেলার জন্য OTP Authentication প্রয়োজন। আর এই কাজ করতে গিয়ে একজন ইউজার তার মোবাইল নাম্বারে এক ওয়ান টাইম পাসওয়ার্ড (One Time Password) পাবেন। সেই OTP তিনি তিনবার এন্টার করতে পারবেন। সাথে এই কোডকে ভেরিফাই করার জন্য ভ্যালিড ইনপুটের লিমিটেশন থাকবে পাঁচ বার। একটি মোবাইল নাম্বার দিয়ে 10 টি পর্যন্ত একাউন্ট রেজিস্টার করা যাবে। 

এই সমস্ত তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেলেও অফিশিয়ালি গেম কে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনো কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না। যদিও ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তরফ থেকে পাওয়া সমস্ত হিন্টস ইঙ্গিত করছে 18 তারিখে সেই গেম লঞ্চ করা হবে। ইতিমধ্যে আপনি যদি এই গেমটির pre-registration না করে থাকেন অবশ্যই করে নিতে ভুলবেন না।