Realme GT 5G স্মার্টফোনের সাথেই আজকে গ্লোবালি লঞ্চ করে দিয়েছে তাদের Realme TechLife Robot Vacuum। যার মধ্যে ইন্টারেস্টিং সমস্ত ফিচারস রয়েছে। দেখে নেওয়া যাক এই ইন্টারেস্টিং প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। কি কি বিশেষ ফিচার রয়েছে সেটাও আমরা দেখে নেবো।
Realme TechLife Robot Vacuum এর ফিচারস
Realme TechLife Robot Vacuum এর মধ্যে LiDar সিস্টেম ব্যবহার করা হয়েছে। তার সাথে 38 টি সেন্সর ও ক্যামেরা রয়েছে যারা 360 ডিগ্রির স্ক্যান করে নিতে পারে যেকোনো জায়গাযকে। তারপর সেই জায়গাকে প্রথমে ভ্যাকুয়াম করে নিতে এবং তারপর মপ করতে সাহায্য করবে প্রয়োজন অনুযায়ী।
এখানে ব্যবহৃত হয়েছে রিয়েলমি নতুন LiDAR Smart Mapping এবং Navigation System। যার সাহায্যে খুব সহজেই এই ডিভাইস আপনার বাড়ির মধ্যে ঘুরতে পারবে। কোন জায়গাকে ম্যাপিং করতেও এতে তেমন কোনো সমস্যা হয় না।
রিলমির তরফ থেকে ক্লেইম করা হচ্ছে কোন একটি নির্দিষ্ট জায়গায় ম্যাপিং করতে এবং তার সাথে এসমস্ত প্রযুক্তি ব্যবহার করে সেই জায়গাকে পরিষ্কার করতে এর 98% অ্যাকুরেসি রয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয় অ্যাপ্লিকেশনের সাহায্যে এই রোবট ভ্যাকুম ক্লিনার কে আপনি কাস্টমাইজ করতে পারবেন। করতে পারবেন আলাদা প্লানে ক্লিনিং সিডিউলও।
এর মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট সারফেস এডাপটেশন (Intelligent Surface Adaption) টেকনোলজি। যেটা খুব সহজেই বুঝে নিতে পারে কোন সারফেস কি রকম। এবং সেই অনুযায়ী ব্রাসের অথবা ভ্যাকুয়াম স্পিড অটোমেটিক্যালি কমিয়ে অথবা বাড়িয়ে দেবে। ঘর মোছার জন্য এর মধ্যে থাকছে 300ml স্মার্ট ইলেকট্রন ওয়াটার ট্যাংক। এছাড়াও এর মধ্যে রয়েছে 600ml ডাস্ট কালেক্টরও।
জেনেনিন : Apple Watch-এ আসবে এই অভাবনীয় ফিচার্স গুলি, করা যাবে ব্লাড গ্লুকোজ মনিটরিং
এবার আসি এই Realme Robot Vaccume ক্লিনারের ব্যাটারি সম্পর্কে। এর মধ্যে 5200mAh এর ব্যাটারি রয়েছে। এবং রিয়েলমি ক্লেইম করছে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে এই ব্যাটারির সাহায্যে। সাথে আমাদের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে অটো রিচার্জ এবং অটো রিজিউম সার্ভিসও। যেটা খুব সহজে আমাদের বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।
Realme TechLife Robot Vacuum এর দাম
এর দাম যা রাখা হয়েছে সেটা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় 33,645 টাকা। কিনতে গেলে আপনাকে যেতে হবে রিয়েলি অফিশিয়াল গ্লোবাল অনলাইন স্টোরে। আর এখনও পর্যন্ত স্পেন, লাক্সেমবর্গ, পর্তুগাল, নেদারল্যান্ড ও জার্মানি এই কয়েকটি দেশেই এই প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হবে।
নিসন্দেহে প্রোডাক্টের মধ্যে খুব ইন্টারেস্টিং সমস্ত ফিচারস রয়েছে। ভারতে কবে এই প্রোডাক্ট অ্যাভেলেবল হয়, আর তার দাম কত থাকবে সেই বিষয়ে খেয়াল রাখবো আমরা।