Microsoft-এর কাছ থেকে 15 লক্ষ টাকার পুরস্কার জিতে নিলেন দুই ভারতীয় তরুণ, তাদের কাজ প্রশংসার দাবি রাখে

two boys vansh devgan shivam kumar awarded 15 lakh microsoft bug bounty programme

টেকনোলজি জগতে মাইক্রোসফ্ট (Microsoft Edge) এক অতি জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত নাম। এবার এই Microsoft-এর কাছ থেকেই 20,000 ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় 15 লক্ষ টাকা পুরষ্কার হিসেবে জিতে নিলেন দুই ভারতীয় তরুণ। তারা ভান্স দেবগন এবং শিবম কুমার। ভান্স দেবগনের বাড়ি উত্তরপ্রদেশে এবং শিবম কুমার ঝাড়খণ্ডের। 

তারা Microsoft Edge এর মধ্যে এক সমস্যা বা বাগ খুঁজে বার করেছেন। সেইটাই মাইক্রোসফটকে তারা রিপোর্ট করেছেন। যার জন্য তাদের পুরস্কার স্বরূপ এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। Microsoft-এর Chromium Bounty Program-এর আন্ডারে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তাদের। 

তারা যে ভালনারেবিলিটি খুঁজে বার করেছে তার নাম CV-2021-34506। যেটা অ্যাক্টিভেট করে ফেলা যাচ্ছিল Microsoft Edge এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন টুলটিকে ব্যবহার করতে গিয়ে। একজন ইউজার যখন Microsoft Edge-এ গিয়ে তাদের ট্রানসলেশন টুলটি (Translation Tool) কে ব্যবহার করত তখন আর্বিত্টারি কোড ট্রিগার করে যে কোন কিছু করা সম্ভব হচ্ছিল। 

জানেন কি : ইউটিউব অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এলো দুর্দান্ত ফিচার, শেয়ার করা যাবে ভিডিও চ্যাপ্টারও

যেটাই সমস্যায় ফেলতে পারতো Microsoft Edge-এর ব্যবহারকারীদের। এই সমস্যায় তুলে ধরেছিল তারা Microsoft-এর কাছে। ইতিমধ্যেই এই সমস্যার দ্রুত সমাধান নিয়ে চলে এসেছে মাইক্রোসফট। সকলকে অনুরোধ করা হয়েছে তাদের Microsoft Edge-কে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে। 

প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি মাইক্রোসফট অদিতি সিং নামে একজন এথিকাল হ্যাকার কে 22 লক্ষ টাকা পুরস্কার হিসেবে দিয়েছিল। তাকে পুরস্কৃত করা হয়েছিল Microsoft-এর বিশ্ব বিখ্যাত ক্লাউড সিস্টেম Azure-এর মধ্যে বাগ খুঁজে বার করার জন্য। নিঃসন্দেহে অদিতি সিংয়ের সাথে এই দুই ভারতীয় তরুণের কাজও অত্যাধিক প্রশংসার যোগ্য।