এবার অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনে নিয়ে চলে আসা হল দুর্দান্ত এক ফিচার। এর ফলে কোন ভিডিও নির্দিষ্ট একটি চ্যাপ্টার (Video Chapter) কে শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজাররা।
অ্যান্ড্রয়েড ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে এলো দুর্দান্ত ফিচার
ইউটিউবে কোন একটি ভিডিও ভালো লাগলে আমরা সেই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করি শেয়ার অপশন এর সাহায্যে। এবার থেকে কোন ভিডিও নির্দিষ্ট একটি অংশ কে আপনার যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওর সেই নির্দিষ্ট অংশ কেই আপনি শেয়ার করতে পারবেন। এমনই নতুন ফিচার নিয়ে চলে এলো ইউটিউব এর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।
বেশ কিছু দিন আগেই ইউটিউব ইন্ট্রোডিউস করে দিয়েছিল তাদের অটোমেটিক চ্যাপ্টার (Automatic Chapter) ফিচারকে। যার ফলে ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী অটোমেটিক চ্যাপ্টার ভাগ করে ফেলত ইউটিউব। যদিও ম্যানুয়ালি কাজটি করার অপশন রয়েছে ভিডিও ক্রিয়েটরদের কাছে। এবার কোন নির্দিষ্ট ভিডিওর কোন একটি চ্যাপ্টার যদি আপনি শেয়ার করতে চান সেটাও করতে পারবেন খুব সহজেই।
জানেন কি : শুরু হয়ে গেল Flipkart Super Saver Days সেল, জেনেনিন কেমন অফার থাকবে
এর ফলে যখন ইউজার আপনার শেয়ার করা লিংকে ক্লিক করবেন তখন সে নির্দিষ্ট ভিডিওর যে চ্যাপ্টার টিকে আপনি শেয়ার করেছেন সেটাই চলতে শুরু করে দেবে। অর্থাৎ এই লিঙ্কটাও থাকবে টাইম স্টাম্প সমেত। এতদিন পর্যন্ত ইউটিউব ওয়েবসাইট অথবা পিসির ক্ষেত্রে এই সুযোগটা প্রযোজ্য ছিল।
কিভাবে শেয়ার করবেন ভিডিও চ্যাপ্টার?
এই ফিচারটিকে ব্যবহার করে জন্য সর্বপ্রথম আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউটিউব অ্যাপ্লিকেশন আপডেট করে নিন। তারপর ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনার প্রয়োজনীয় ভিডিওটিকে চালিয়ে নিন। ভিডিওর উপরে দেখুন চ্যাপ্টারের নাম দেখাবে।
সেটিতে ক্লিক করলেই সেই ভিডিওতে যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা চ্যাপ্টার এর পাশে Share আইকন দেখতে পেয়ে যাবেন। সেই আইকনে ক্লিক করলেন আপনার স্মার্টফোনের যত শেয়ার করার Apps রয়েছে তার সাহায্যে আপনি শেয়ার করে ফেলতে পারবেন খুব সহজেই।
যার সাথে শেয়ার করবেন তিনি একটি লিঙ্ক পাবেন। যার মধ্যে টাইম স্টাম্প দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক সেই নির্দিষ্ট চ্যাপ্টারটা চলতে শুরু হয়ে যাবে। তাই আপনিও চেক করে দেখুন এই ফিচারটি পেয়েছেন কিনা।
তবে অবশ্যই খেয়াল রাখুন যে ভিডিওতে টাইমস স্টাম্পস নেই সেই ভিডিওতে এই সুবিধা পাওয়ার কোনো মানেই হয় না। অবশ্যই চেক করে দেখুন আপনি এই ফিচার পেয়েছেন কিনা। না হলে আপনার ইউটিউব এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন কে আপডেট করে নিন।