করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে এখন ভ্যাক্সিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এই পদক্ষেপে ভারতের মতো জনবহুল দেশে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত সরকারের তৈরি CoWIN পোর্টাল। যেখানে গিয়ে খুব সহজেই ভ্যাকসিনেসনের জন্য রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট ডাউনলোড করা যায়। এবার সারা বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছে ভারতের তৈরি এই অসাধারণ পোর্টালটি।
প্রশংসা করা হয়েছে ভারত সরকারের এই অসাধারণ উদ্যোগ কেউ। এই বিষয়ে ডক্টর আর.এস. শর্মা জানিয়েছেন ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, সেন্ট্রাল এশিয়ার প্রায় 50 টি দেশ থেকে ইন্টারেস্ট দেখানো হয়েছে এই পোর্টালের বিষয়ে। তারই সাথে অনুরোধ করা হয়েছে একই পোর্টালের প্রযুক্তি তাদের সাথে শেয়ার করতে।
আর সেই জন্যই CoWIN এর প্রযুক্তিকে বিশ্বের এই সমস্ত দেশগুলিতে বিনামূল্যে ব্যবহার করতে দেওয়ার জন্য ইতিমধ্যে ওপেনসোর্স ভার্শন (Open-Source Version) তৈরীর নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এর কাজও শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি একটি টুইট করেন। দেখেনিন তার করা টুইট-
প্রসঙ্গত উল্লেখ্য ভারত সরকারের CoWIN প্লাটফর্ম হল Electronic Vaccine Intelligence Network-র এক বর্ধিত অংশ। ভ্যাক্সিনেশন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পোর্টাল। সারা দেশজুড়ে ব্যবহার করা হয়েছে এই পোর্টালকে ভ্যাকসিন নেওয়ার জন্য বা অ্যাপয়নমেন্ট বুকিং এর কাজেও। এবার ভারতের প্রযুক্তি ছড়িয়ে পড়বে সারা বিশ্বজুড়ে। ভারত সরকার বিনামূল্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সকলের জন্যই। নিঃসন্দেহে এটা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে।