Microsoft 22 লক্ষ টাকা পুরস্কার দিল এক ভারতীয় হ্যাকার কে, এই বিশেষ কাজটি করার জন্য

Microsoft ShresthoTech

মাত্র দুই মাস আগে Facebook এর মধ্যে একটি বাগ (Bug) খুঁজে পেয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অদিতি সিং। এবার এই এথিক্যাল হ্যাকার Microsoft-এর Azure Cloud সিস্টেমের মধ্যে খুঁজে পেলেন বাগ। এবং তার পুরস্কার স্বরূপ তাকে দেওয়া হলো 30 হাজার ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যেটা প্রায় 22 লাখ টাকা। 

Microsoft Azure Cloud সিস্টেমের মধ্যে বাগ খুঁজে আবার শিরোনামে অদিতি সিং

Microsoft-এর Azure Cloud সার্ভার সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। এই ক্লাউড সার্ভারের মধ্যেই বাগ খুঁজে পেয়েছেন এই এথিকাল হ্যাকার অদিতি সিং। জানা যাচ্ছে তিনি এই বাগ খুঁজে পেয়েছিলেন দু মাস আগেই। এই বিষয়ে মাইক্রোসফটকে জানিয়েও ছিলেন তিনি। কিন্তু তৎক্ষণাৎ মাইক্রোসফট রেসপন্স করেনি তাকে। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে তার সাথে যোগাযোগ করা হয়। এই বিশাল অংকের অ্যামাউন্ট পুরস্কার হিসেবে দেওয়া হয়। 

জানেন কি : মাত্র 4 মিনিটেই হবে ফুল ব্যাটারি চার্জ, 160W-এর ফাস্ট চার্জিং সমেত স্মার্টফোন ইন্ট্রোডিউস করে দিল ইনফিনিক্স, দেখেনিন Infinix Concept Phone 2021

তারই কৃতিত্ব নতুন নয়। প্রতিবেশীর ওয়াইফাই হ্যাক করার মধ্য দিয়ে তার হ্যাকিং জগতে পদার্পণ। পরবর্তীকালে এথিক্যাল হ্যাকিং এর প্রতি তার আকর্ষণ তীব্র হয়। শুধুমাত্র ফেসবুক বা Microsoft-এই দুটো প্লাটফর্মেই বাগ ধরা তার প্রথম কাজ নয়। বহু বিখ্যাত টেক প্লাটফর্মের বাগ তিনি খুঁজে দিয়েছেন। তার মধ্যে যেমন রয়েছে টিকটক (TikTok), তারই সাথে মজিলা (Mozilla), পেটিএম (PayTM), এইচপি (HP)-র মতো জগৎ বিখ্যাত কোম্পানি গুলোও রয়েছে। 

তিনি টিকটকের ফরগট পাসওয়ার্ড (Forgot Password) সিস্টেমের ওটিপি (OTP)-র বাইপাস বার করে ফেলেছিলেন। যেটা মেজর এক সিকিউরিটি সংক্রান্ত সমস্যা হয়ে যেতে পারে সকলের জন্যই। তারই সমৃদ্ধ মুকুটে আরেক পালক যোগ হল Microsoft-এর এই পুরস্কারের মাধ্যমে।